মুম্বই: সদ্যই নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার (Akshay Kumar), জ্যাকলিন ফার্নান্ডেজের আগামী ছবি 'রাম সেতু'র (Ram Setu) পোস্টার। জানা যাচ্ছে আগামী দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি। সম্প্রতি যে পোস্টার মুক্তি পেয়েছে, তাতে দেখা যাচ্ছে অক্ষয় কুমারের হাতে একটি জ্বলন্ত মশাল ধরা রয়েছে, সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং অভিনেতা সত্য দেবকে পাশে দাঁড়িয়ে একই দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। রহস্যময় এক পরিবেশ তৈরি হয়েছে প্রথম ঝলকেই। কিন্তু এই পোস্টার নিয়েই ট্রোল করতে শুরু করেছেন নেট নাগরিকরা। কেন এই ট্রোল? কী বক্তব্য নেটিজেনদের?
'রাম সেতু'র পোস্টার নিয়ে ট্রোল-
অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরানার ছবি 'রাম সেতু' তৈরি হয়েছে প্রত্নতত্ত্ববিদকে কেন্দ্র করে। জানা গিয়েছে এই প্রত্নতত্ত্ববিদরা সময়ের বিপরীতে চলে 'রাম সেতু'র আসল অস্তিত্ব প্রমাণ করার তাঁদের উদ্দেশ্যে। এটি এমন একটি গল্পকে আলোকিত করবে যা ভারতীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের গভীরে নিয়ে যাবে। জানা গিয়েছে, অক্ষয় কুমারের সঙ্গে এই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, সত্য দেব ও নুসরত ভারুচাকে দেখা যাবে। ছবির পরিচালনার দায়িত্বে অভিষেক বর্মা। প্রেক্ষাগৃহে মুক্তির পর অ্যামাজন প্রাইম ভিডিওয়ে দেখা যাবে ছবিটি। যেখানে এমন একটি ছবিকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে। আবার বেশ কিছু নেট নাগরিক এই পোস্টারকে নিয়ে ট্রোল করতে শুরু করেছেন।
আরও পড়ুন - Rittika Sen Updates: অলকা ইয়াগনিকের গানে নেচে নেট দুনিয়ায় ঝড় তুললেন ঋত্বিকা
পোস্টারে দেখা যাচ্ছে, মশাল হাতে দাঁড়িয়ে রয়েছে অক্ষয় কুমার। পাশে টর্চ হাতে জ্যাকলিন ফার্নান্ডেজ। এবং তাঁদের সঙ্গে সত্য দেব। বেশ কিছু নেট নাগরিক সোশ্যাল মিডিয়ায় 'রাম সেতু' ছবির এই পোস্টার শেয়ার করে লিখেছেন, 'যেখানে জ্যাকলিনের হাতে এত বড় একটা টর্চ রয়েছে, সেখানে অক্ষয়ের হাতে মশাল থাকার কী দরকার?' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'কী অদ্ভূত ব্যাপার। একজনের হাতে টর্চ থাকতে অন্যজন মশাল জ্বালিয়ে রেখেছে।' কেউ কেউ আবার পরিচালকের মস্ত বড় 'ভুল' বলেও এটিকে উল্লেখ করেছেন।