কলকাতা: বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে অল্লু অর্জুন (Allu Arjun)। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে হওয়া পদপৃষ্ট হয়ে মহিলার মৃত্যুর পরে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। অন্যদিকে তাঁর ছবি 'পুষ্পা ২' (Pushpa 2) বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করছে। তবে এবার, জেল থেকে ফেরার পরে, সোশ্যাল মিডিয়ায় অল্লু অর্জুন (Allu Arjun) বিবৃতি দিয়ে জানালেন, কেন তিনি মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে পারছেন না।

পুষ্পা ২' (Pushpa 2)-এর হায়দরাবাদ প্রিমিয়ারে ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। আর সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছিল অল্লু অর্জুনকে। শুক্রবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল তেলঙ্গানার নিম্ন আদালত। পরে হাই কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে জেল থেকে ছাড়া হয়নি অভিনেতাকে। তাঁকে রাখা হয়েছিল হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। শুক্রবার দিন রাতটা জেলেই কাটাতে হয় অভিনেতাকে। শনিবার সকালে তিনি জেল থেকে মুক্তি পান। অভিনেতা পাশে পেয়েছেন রশ্মিকা মন্দানা সহ অজস্র শিল্পীর সমর্থন। এমনকি মৃতার স্বামীও কেসটি তুলে নিতে চেয়েছেন। তাঁর মতে, তিনি অল্লু অর্জুনকে এই পদপৃষ্ট পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করেন না কারণ তাঁর কিছুই করার ছিল না। আর অবশেষে, গ্রেফতারির পরে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেন অল্লু অর্জুন। 

এর আগে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছিলেন তিনি মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে চান। করতে চান যাবতীয় অর্থ সাহায্য ও অন্যান্য সহায়তাও। তবে মৃতার পরিবারের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। সোশ্যাল মিডিয়ায় আজ অল্লু অর্জুন লেখেন, 'শ্রী তেজ (মৃতার ৮ বছরের পুত্র) -এর চিকিৎসা ও তাঁর স্বাস্থ্য নিয়ে আমি খুবই চিন্তান্বিত। শ্রী তেজ চিকিৎসাধীন হয়েছে ওই দুর্ভাগ্যজনক ঘটনার পরে। আর যে সমস্ত আইনি জটিলতায় রয়েছি আমি। আর সেই কারণেই আমায় বারণ করা হয়েছে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে যেতে। ওই পরিবারের সঙ্গে আমার প্রার্থনা রয়েছে। আর ওই পরিবারের যা যা দরকার হয়, সমস্ত দায়িত্ব আমি নিতে তৈরি। আশা করি শ্রী তেজ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর আমিও ওই পরিবারের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি।'

 

আরও পড়ুন: Zakir Hussain Demise: 'পৃথিবী ছন্দ হারাল..' উস্তাদ জাকির হুসেনের প্রয়াণে শোকস্তদ্ধ রাজনৈতিক জগৎ থেকে টলিউড বলিউড

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।