অভিষেকের ভবিষ্যৎ ‘উজ্জ্বল’ নয় বলে জানিয়ে মেয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন করিশ্মার মা
Web Desk, ABP Ananda | 22 Feb 2018 08:40 PM (IST)
মুম্বই: ১৯৯৭ সালে রাজ কপূরের নাতি নিখিল নন্দার সঙ্গে অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতার বিয়ে হয়। সেই অনুষ্ঠানেই কাছাকাছি আসেন অভিষেক বচ্চন ও করিশ্মা কপূর। তাঁদের সম্পর্ক পাঁচ বছর ছিল। এরপর অমিতাভের ৬০-তম জন্মদিনে অভিষেক ও করিশ্মার বাগদানের কথা ঘোষণা হয়। সারা দেশ তখন ধরে নিয়েছিল, ফের বচ্চন ও কপূর পরিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে। করিশ্মা বলেছিলেন, ‘এই পরিবারের একটি অংশ হতে পেরে অপূর্ব লাগছে।’ কিন্তু তাঁর এই অনুভূতি বেশিদিন স্থায়ী হয়নি। কয়েক মাসের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। অভিষেক ও করিশ্মার বিচ্ছেদ কেন হয়েছিল, সে বিষয়ে দুই পরিবারই মুখ খোলেনি। ফলে বিভিন্ন মহল থেকে গুজব শুরু হয়। একটি সূত্রে বলা হয়, মা ববিতার জন্যই করিশ্মার সম্পর্ক ভেঙে যায়। স্বামী রণধীর কপূরের সঙ্গে বিচ্ছেদের পর ববিতা একাই দুই মেয়েকে বড় করেন। তিনি টাকার মূল্য বোঝেন। তাই চাননি, বড় মেয়ে ভবিষ্যতে আর্থিক সমস্যায় পড়ুক। করিশ্মা ততদিনে বলিউডে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিলেন। অভিষেক তখনও সাফল্য পাওয়ার জন্য লড়াই করছিলেন। তাছাড়া বচ্চন পরিবার তখন প্রবল আর্থিক সমস্যায় ছিল। অভিষেকের অভিনয়-দক্ষতা নিয়ে সন্দিহান ছিলেন ববিতা। সেই কারণে তিনি দাবি করেন, করিশ্মা যাতে আর্থিকভাবে সুরক্ষিত থাকেন, সেটা নিশ্চিত করার জন্য অভিষেকের নামে সম্পত্তির একটি অংশ লিখে দিতে হবে অমিতাভকে। বচ্চন পরিবার এই চুক্তিতে রাজি না হওয়াতেই করিশ্মার সঙ্গে অভিষেকের সম্পর্ক ভেঙে দেন ববিতা। অন্য একটি সূত্রে আবার জানা গিয়েছে, অভিষেকের উপর তাঁর মা জয়ার প্রভাব অত্যন্ত বেশি। এটা পছন্দ করতেন না করিশ্মা। তাছাড়া বচ্চন পরিবারের সদস্য হলে কেরিয়ারের মধ্যগগনেই তাঁকে বলিউড থেকে সরে যেতে হত। সেই কারণেই সম্পর্ক ভেঙে যায়। বিয়ে না হলেও, অভিষেকের সঙ্গে করিশ্মার সম্পর্ক ভালই আছে। সম্প্রতি আবু ধাবিতে একটি বিয়ের অনুষ্ঠানে তাঁদের দেখা হয়। শ্বেতার সঙ্গে ছবিও তোলেন করিশ্মা।