মুম্বই: রাজনৈতিক চরিত্র থেকে রুপোলি পর্দার নায়ক নায়িকা, খেলোয়াড় থেকে সমাজকর্মী, বর্তমানে বায়োপিকে মজেছে গোটা বলিউড। ক্রিকেট মাঠের অন্যতম তারকা মহেন্দ্র সিং ধোনির বায়োপিক বেশ সাড়া ফেলেছিল বক্স অফিসে। সচিন তেন্ডুলকরের ওপর তৈরি তথ্যচিত্রও বেশ জনপ্রিয় হয়েছিল। আর এবার রুপোলি পর্দায় আসতে চলেছে ক্রিকেট  মাঠে বাঙালির ‘দাদাগিরি’-র গল্প। কর্ণ জোহরের সংস্থার ব্যানারে আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক।


বিবিসিআই-এর বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের জল্পনা চলছিল বেশ অনেকদিন ধরেই। একবার একটি বাংলা চ্যানেলের টিভি শো-এ সৌরভকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, আপনার বায়োপিক হলে কোন অভিনেতাকে আপনার চরিত্রে অভিনয় করতে দেখতে চান? উত্তরে সৌরভ জানিয়েছিলেন, হৃতিক রোশনকে নিজের চরিত্রে চান তিনি।

বায়োপিকের জল্পনা শুরু হবার পর থেকেই প্রশ্ন উঠছে, তবে কি সৌরভের চরিত্রে দেখা যাবে হৃতিককে? সূত্রের খবর, সৌরভের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে হৃতিককেই। তবে এখনও অবধি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নায়ক। ইতিমধ্যেই কর্ণ জোহরের সঙ্গে বায়োপিক নিয়ে বৈঠক করেছেন সৌরভ বলে খবর।

প্রসঙ্গত, এর আগেও সৌরভের বায়োপিক করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন একতা কপূর। বিশেষ কোনও কারণে অবশ্য বাতিল হয়ে যায় সেই পরিকল্পনা।