নয়াদিল্লি: প্রথম একাদশে বারবার বদল নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন কপিল দেব। আচমকা কাউকে বাদ দেওয়া, প্রথম একাদশে বারংবার বদল , নির্দিষ্ট ভূমিকায় কাউকে থিতু হতে দেওয়ার জন্য সুযোগ না দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে হেরে গিয়েছে ভারত। অকল্যান্ড টেস্টে ভারত যেভাবে বিপর্যস্ত তাতে আদৌ খুশি নন কপিল।
এ ব্যাপারে এক সময় হরিয়ানা হ্যারিকেন বলে পরিচিত ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার বলেছেন, নিউজিল্যান্ডের প্রশংসা করতেই হয়। ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে। তিনটি একদিনের ম্যাচে ও এই টেস্টে ওরা চমত্কার পারফর্ম করেছে। সমালোচকের দৃষ্টিভঙ্গি থেকে এই ম্যাচ বিশ্লেষণ করলে আমি বুঝতে পারি না, এত বদল কেউ কীভাবে করতে পারে। প্রায় প্রত্যেক ম্যাচেই একটা করে নতুন দল খেলে। দলের কেউ স্থায়ী নয়। নিজের জায়গার ব্যাপারে নিশ্চয়তা না পেলে তা প্লেয়ারদের পারফরম্যান্সে প্রভাব ফেলে।
কপিল আরও বলেছেন, ব্যাটিং অর্ডারে এত বড় বড় নাম রয়েছে। তারপরও দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করা যায় না। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি দল। পরিকল্পনা ও কৌশলের ওপর আরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন।
দলে কেএল রাহুলের না থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তিনি বলেছেন, ফরম্যাট নয়, ফর্মের ভিত্তিতে কোনও প্লেয়ারকে দলে নেওয়া উচিত।
কপিল বলেছেন, আমি বুঝতে পারি না। আমরা যখন খেলতাম তখনকার সঙ্গে এখন যা ঘটছে, তার বহু তফাত্ রয়েছে। দল গড়তে গেলে প্লেয়ারদের মনে আস্থা এনে দিতে হবে। দলে খুব বেশি পরিবর্তনের কোনও মানে নেই। রাহুল খুব ভালো ফর্মে রয়েছে। ওকে বাইরে রাখার কোনও অর্থ হয় না। আমি মনে করি, কোনও প্লেয়ার ফর্মে থাকলে তার খেলা উচিত।
প্রত্যেক ম্যাচেই প্রথম একাদশে এত বদল কেন, প্রশ্ন তুললেন কপিল দেব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Feb 2020 04:19 PM (IST)
প্রথম একাদশে বারবার বদল নিয়ে ভারতের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন কপিল দেব। আচমকা কাউকে বাদ দেওয়া, প্রথম একাদশে বারংবার বদল , নির্দিষ্ট ভূমিকায় কাউকে থিতু হতে দেওয়ার জন্য সুযোগ না দেওয়া নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটে হেরে গিয়েছে ভারত। অকল্যান্ড টেস্টে ভারত যেভাবে বিপর্যস্ত তাতে আদৌ খুশি নন কপিল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -