নয়াদিল্লি: মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী (Information and Broadcasting Minister) অনুরাগ ঠাকুর (Anurag Thakur) ওটিটি কর্তাদের (OTT Players) বলেছেন যে সরকার সৃজনশীল স্বাধীনতার (creative freedom) নামে ভারতীয় সংস্কৃতি এবং সমাজকে অবমাননা করার অনুমতি দেবে না। অনুরাগ ঠাকুর OTT প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় এই কথা বলেন, খবর সূত্রের।
ওটিটি প্ল্যাটফর্মগুলির উদ্দেশ্যে অনুরাগ ঠাকুরের বার্তা
বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের মতে ওটিটি প্ল্যাটফর্মগুলির নিয়ম লঙ্ঘনের জন্য শাস্তিমূলক বিধান স্থাপন, বিদ্যমান অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থাকে শক্তিশালী করা, ভারতের মানচিত্রের সঠিক চিত্রায়ন সম্পর্কিত উদ্বেগগুলিকে মোকাবেলা করা এবং ডিজিটাল পাইরেসির বিরুদ্ধে লড়াই করাকে ঘিরে আলোচনা হয়। কেন্দ্রীয় মন্ত্রী এদিন ওটিটি-এর মাধ্যমে ভারতীয় ধর্ম ও ঐতিহ্যের ওপর পশ্চিমী প্রভাবকে খানিক নেতিবাচক ইঙ্গিতেই তুলে ধরেন এবং ওটিটি-র প্রতিনিধিদের ১৫ দিনের মধ্যে সরকারের প্রস্তাবের উত্তর নিয়ে আসতে বলেন।
এদিন ওটিটি প্ল্যাটফর্মগুলির প্রতিনিধিরাও সৃজনশীল স্বাধীনতা ও দায়িত্বপূর্ণ কনটেন্টের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে কোনও কনটেন্টের বিস্তার বিচার করার বিষয়ে আলোচনা করেন। 'কোড অফ এথিক্স' নিয়েও আলোচনা করেন তাঁরা। এদিন ট্যুইটে অনুরাগ ঠাকুর লেখেন, 'ওটিটি প্লেয়ারদের এটা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে যে তাদের প্ল্যাটফর্মটি 'সৃজনশীল অভিব্যক্তি' হিসাবে ছদ্মবেশী অশ্লীলতা এবং অপব্যবহার প্রচার না করে। ভারত একটি বৈচিত্র্যময় দেশ; ওটিটি অবশ্যই দেশের সম্মিলিত বিবেকের প্রতিফলন ঘটাবে এবং সব বয়সের মানুষের জন্য একটি সুস্থ দৃশ্যায়নের অভিজ্ঞতা প্রদান করবে।'
আরও পড়ুন: Ranveer Singh: কর্ণ জোহরের চেনা ঘরানাই ফিরবে 'রকি অউর রানি...' ছবিতে, বলছেন রণবীর সিংহ
বৈঠকে উপস্থিত প্রতিনিধি সূত্রে খবর, এদিন যে কোনও চিত্রনাট্য রিভিউ করা, সম্ভাব্য লঙ্ঘন চিহ্নিত করা ও পরিবার-ভিত্তিক বিনোদন প্রচার করার জন্য উৎসাহিত করা হয় ওটিটি প্ল্যাটফর্মগুলিকে। তাঁদের কথায়, বৈঠকের আলোচনা উদ্দেশ্য ছিল দায়িত্বশীল এবং নৈতিক বিষয়বস্তুর মান বজায় রেখে বিভিন্ন সম্প্রদায়ের বিশ্বাস, অনুশীলন এবং মূল্যবোধকে সম্মান করা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন