মুম্বই: এ বছর দীপাবলি ও জন্মদিন পালন করবেন না বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। ট্যুইট করে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। জন্মদিন ও দীপাবলির সময় মুম্বইয়ে থাকবেন না অমিতাভ। সেই কারণেই এই সিদ্ধান্ত। বুধবার ৭৫ বছরে পা দিচ্ছেন অমিতাভ। কিন্তু এবারই তিনি জন্মদিন পালন করছেন না।
আমির খানের সঙ্গে প্রথমবার ছবিতে অভিনয় করছেন অমিতাভ। ‘থাগস অফ হিন্দোস্তান’ আগামী বছরের ৭ নভেম্বর মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে ট্যুইটারে অমিতাভের ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ৩০ মিলিয়ন।