মুম্বই: শোনা যাচ্ছে, সঞ্জয় লীলা বনশালীর বহু প্রতীক্ষিত ও বিতর্কিত ছবি পদ্মাবতী মুক্তি পাবে ২৫ তারিখ। আবার ওদিনই অক্ষয় কুমারের প্যাডম্যানেরও মুক্তির দিন। প্যাডম্যান নির্মাতারা জানিয়ে দিয়েছেন, পদ্মাবতীর জন্য ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেবেন না তাঁরা।
অক্ষয়ের ছবির নির্মাতারা জানিয়েছেন, পদ্মাবতী কবে মুক্তি পাবে তা নিয়ে তাঁদের কোনও ধারণা নেই। তবে তাঁরাও শুনেছেন, ২৫ তারিখ মুক্তি পেতে পারে ছবিটি। কিন্তু তা হোক বা না হোক, প্যাডম্যান তার নির্দিষ্ট দিনেই মুক্তি পাবে।
প্যাডম্যান নির্মাতাদের এক সহযোগী বলেছেন, পদ্মাবতীর কেউ তাঁদের কাছে এসে বক্স অফিসে এই সম্ভাব্য সংঘর্ষ নিয়ে কোনও আলোচনা করেননি।
তবে আবার শোনা যাচ্ছে, ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে পারে পদ্মাবতী। সেদিন আবার অনুষ্কা শর্মার পরী ও পরিচালক লব রঞ্জনের সোনু কে টিটু কি সুইটি ছবিদুটি মুক্তি পাওয়ার কথা।
বক্স অফিসে সংঘর্ষ হতে পারে পদ্মাবতীর সঙ্গে, নির্মাতারা জানালেন, পূর্বনির্ধারিত সময়েই মুক্তি পাবে প্যাডম্যান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2018 04:05 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -