মালদা: মালদার কালিয়াচকে ভারত-বাংলাদেশ সীমান্তে ধৃত চিনা নাগরিককে ঘিরে রহস্য আরও ঘনীভূত। 


পুলিশ সূত্রে খবর, হান জুনওয়ের ল্যাপটপ ও একটা আইফোনের পাসওয়ার্ড মান্দারিন ভাষায় লক করা রয়েছে। ভাষা সমস্যার কারণে এখনও সেগুলো ক্র্যাক করা সম্ভব হয়নি। উত্তর চিনে কথ্য ভাষা মান্দারিন। পুলিশ সূত্রে দাবি, বিভিন্ন সময় বিভিন্ন রকম পাসওয়ার্ড দিচ্ছে হান। 


পুলিশের দাবি, ওই ভাষায় সোশাল মিডিয়ায় চ্যাট করা হয়েছে। ভাষা বোঝা গেলে ওই কথোপকথন থেকে হান জুনওয়ে সম্পর্কে আরও তথ্য হাতে আসবে বলে পুলিশের দাবি। 


অন্যদিকে, উত্তরপ্রদেশ এটিএস সূত্রে খবর, চিনা নাগরিক হান জুনওয়েকে হেফাজতে পেতে আজ লখনউ আদালতে আবেদন জানানো হবে।


মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে ধৃত চিনের নাগরিক হান জুনওয়েকে জেরার পর এই সব প্রশ্নই তদন্তকারীদের ভাবাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। 


রবিবার হানকে জেরা করেন মালদার পুলিশ সুপার সহ আধিকারিকরা। কিন্তু জেরায় পরস্পরবিরোধী কথা বলেছে ধৃত, এমনটাই অভিযোগ। 


এনআইএ সূত্রে খবর, ভারতে বড় ধরনের সাইবার হামলা চালানোর সম্ভবত ছক ছিল হানের। সেই উদ্দেশ্যেই  ১ হাজার ৩০০ সিম পাচার করেছে চিনে। 


চিনে পাঠিয়েছে ১ হাজার ডেটাবেস।  সাইবার বিশেষজ্ঞদের ধারণা, এটা এক ধরনের সাইবার ওয়ারফেয়ারের ছক।  সেই কারণেই সম্ভবত সিম বক্স নামে বিশেষ যন্ত্র ব্যবহার করেছিল হান জুনওয়ে। সিম বক্সের মাধ্যমে টেলিফোনিক কলকে রূপান্তরিত করা যায় ডেটা কলে।   


এতে বহু মানুষের সঙ্গে যোগাযোগ করলেও পরিচয় গোপন রেখে হাতানো যায় টাকা। অভিযোগ, কখনও অ্যাপ তৈরি করে, কখনও ঋণ দেওয়ার নামে গ্রাহকদের থেকে প্রচুর টাকা প্রতারণা করে তা বিদেশে পাঠিয়ে দিত হান।


পাশাপাশি, আইবি সূত্রে খবর, চিনের সামরিক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক হান জুনওয়ে। সামরিক বিশ্ববিদ্যালয়ে কেন ইংরেজি নিয়ে পড়াশোনা, সেটাই ভাবাচ্ছে গোয়েন্দাদের।


গোয়েন্দারা জানার চেষ্টা চালাচ্ছেন, বড় ধরনের সাইবার ওয়ারফেয়ারের পরিকল্পনা নিয়ে কি ভারতে এসেছিল চিনের নাগরিক হান জুনওয়ে?  
  
পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে এক চিনা বন্ধুর সঙ্গে কয়েক দিন ছিল হান। সেই বন্ধুটি কে? সে কি এখনও বাংলাদেশেই রয়েছে?  এসব তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।


হান জুনওয়ের মোটিভ সম্পর্কে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। সূত্রের খবর, লখনউয়ের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড হানকে উত্তরপ্রেদেশে নিয়ে গিয়ে জেরা করার জন্য ট্রানজিট রিমান্ডের আবেদন জানাতে পারে।