মুম্বই: বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক গণেশ আচার্যের বিরুদ্ধে বঞ্চনা ও কাজের বদলে কমিশন দাবি করার অভিযোগ তুললেন এক মহিলা। ৩৩-বছর বয়সী মহিলার আরও বিস্ফোরক দাবি, ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিসন কোরিওগ্রাফার্স অ্যাসোলিয়েশনের সাধারণ সম্পাদক গণেশ তাঁকে বাধ্য করেছেন অ্যাডাল্ট ভিডিও দেখতে।
সম্প্রতি, মহারাষ্ট্র মহিলা কমিশন ও আম্বোলি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। সেখানে পেশায় কোরিওগ্রাফার ওই মহিলা অভিযোগ করেন, যবে থেকে সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন আচার্য, তবে থেকেই তাঁকে হেনস্থা করছেন। গণেশকে ‘অসচ্চরিত্র ব্যক্তি’ বলে উল্লেখ করে মহিলা আরও দাবি করেন, নিজের দফতরে প্রায়ই বসে অ্যাডাল্ট ভিডিও দেখেন গণেশ। এমনকী, তাঁকেও দেখতে বাধ্য করেছেন।
মহিলার অভিযোগ, আচার্যের অন্যায় দাবিতে সায় না দেওয়ার জন্য তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করেন গণেশ। প্রথমে সংগঠনের সদস্যপদ খারিজ করে দেন গণেশ। এর পাশাপাশি অন্য কোরিওগ্রাফারদের নির্দেশ দেন, তাঁরা যেন তাঁকে (অভিযোগকারিনী) কোনও কাজ না দেন।
মহিলা যোগ করেন, তিনি যখন সংগঠনের বৈঠকে যোগ দেন, নিজের ক্ষোভের কথা জানানোর জন্য, তখন আচার্যের নির্দেশে কয়েকজন তাঁকে আক্রমণ করেন।