কলকাতা: আরজি কর কাণ্ডের (RG Kar News) প্রতিবাদে উত্তাল গোটা দেশ, রাজ্য ও রাজনীতি। এই আবহেই প্রকাশ্যে এসেছে মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির (Malayalam Film Industry) অন্দরে ঘটে যাওয়া মহিলাদের ওপর অত্যাচারের রিপোর্ট। 'কে হেমা কমিটি রিপোর্ট' (K Hema Committee Report) প্রকাশ্যে আসার পর রীতিমতো শিহরিত সকলে। এই আবহেই এবার নিজেদের ইন্ডাস্ট্রির নারীদের পাশে দাঁড়িয়ে সরব বাংলা বিনোদন দুনিয়া (Bengali Entertainmet Industry)। 


একযোগে প্রতিবাদে সিনে দুনিয়ার মহিলা কর্মীরা, প্রকাশ্যে সই-সমেত চিঠি


বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও লাঞ্ছনা, হেনস্থা, কাস্টিং কাউচের শিকার মহিলা কর্মীরা? আরজি কর কাণ্ড বাংলাকে একেবারে অন্দর পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। মুখ খুলেছেন প্রায় প্রত্যেকে। রাস্তায় প্রতিবাদে, আন্দোলনে মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারা। এবার বিনোদন দুনিয়ায় মহিলাদের সুরক্ষার দাবিতে তৈরি হল 'উইমেন্স ফোরাম ফর স্ক্রিন ওয়ার্কার্স' (Womens’ Forum for Screen Workers)। মঙ্গলবার সারাদিন ধরে বিনোদন দুনিয়ার একাধিক খ্যাতনামা শিল্পীরা নিজেদের দাবি সমেত একটি চিঠি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে রয়েছে তাঁদের সইও। পঞ্চাশেরও বেশি মহিলা কর্মীর নাম মিলল সেখানে, যাঁদের কেউ অভিনেত্রী, কেউ সিনেমাটোগ্রাফার, কেউ গায়িকা, কেউ স্টাইলিস্ট। এঁদের মধ্যে নাম রয়েছে অপর্ণা সেন, শাশ্বতী গুহঠাকুরতা, চৈতালী দাশগুপ্তের মতো বর্ষীয়াণ শিল্পী থেকে শুরু করে সৌরসেনী মৈত্র, প্রিয়ঙ্কা সরকার, ঋতাভরী চক্রবর্তী, মধুমিতা সরকার, ঊষসী চক্রবর্তীর মতো শিল্পীদের। নাম রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়, দামিনী বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহিনী সেনগুপ্ত, পাওলি দাম, বিদীপ্তা চক্রবর্তী-সহ অনেকের।


চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয় যে আরজি করের নিন্দনীয় ঘটনার প্রতিবাদে বিনোদন দুনিয়ার অজস্র শিল্পী, তাঁরা নাট্যকর্মী হোন, বা টেকনিশিয়ান, সঙ্গীতশিল্পী, মেকআপ আর্টিস্ট, নৃত্যশিল্পী, চিত্রনাট্যকার, টেলিভিশন, ওয়েব প্ল্যাটফর্মের শিল্পীরা পথে নেমেছেন, যা প্রশংসনীয়। সেই সঙ্গে দাবি, 'যদিও, এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদেরই কিছু মানুষের এখনও নিজের কর্মক্ষেত্রে বারবার ঘটে যাওয়া যৌন নির্যাতন, হেনস্থা, হিংস্রতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাকি রয়েছে। বাংলা ফিল্ম, ওয়েব প্ল্যাটফর্ম, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কর্মরত মহিলা হিসেবে আমরা নিত্যদিন নানা ধরনের যৌন হেনস্থার শিকার হই, এমনকী নিয়মিত মহিলা, শিশু ও প্রান্তিক মানুষদের হওয়া অত্যাচারের কথা শুনি।'


 






আরও পড়ুন: 'Basu Paribar': দুর্ঘটনার শিকার অঞ্জনবাবু, হাসপাতালে ভর্তি! রক্তের প্রয়োজনে মুখ ফেরাল ছেলেমেয়েরা!


এদিন টেলি অ্যাকাডেমির চেয়ারম্যান, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার অ্যাসোসিয়েশনের সভাপতি, ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সভাপতি, ফেডারেশন অফ সিনে ওয়ার্কার্স অ্যান্ড টেকনিশিয়ানস অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতিকে লেখা চিঠিতে একগুচ্ছ দাবি ও সমস্যার কথা তুলে ধরেছেন বিনোদন দুনিয়ার নানা স্তরে, নানা ডিপার্টমেন্টে কর্মরতা মহিলারা। প্রকাশ্যে এসেছে সেই চিঠি। প্রসঙ্গত, এর আগেই এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি লিখেছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এই আবহে ইন্ডাস্ট্রির মহিলাকর্মীদের এই পদক্ষেপকে কটাক্ষ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর অভিযোগ কয়েক বছর আগে যখন তিনি এই কথা তুলেছিলেন, তখন ইন্ডাস্ট্রির অনেকেই তাঁর বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।