সলমন, আমিরের সঙ্গে আবার রোম্যান্স করতে পেরে দারুণ লাগছে, বলছেন ক্যাটরিনা
Web Desk, ABP Ananda | 20 Dec 2017 05:19 PM (IST)
মুম্বই: বলিউডের দুই সুপারস্টার সলমন খান ও আমির খানের সঙ্গে ফের রোম্যান্স করার সুযোগ পেয়ে খুশি ক্যাটরিনা কাইফ। তিনি বলেছেন, ‘অন্য সবার মতোই আমিও রোম্যান্স ভালবাসি। আমির ও সলমনের মতো ভাল মানুষদের সঙ্গে রোম্যান্স করার সুযোগ পেয়ে দারুণ লাগছে।’ সম্প্রতি সলমনের সঙ্গে ‘এক থা টাইগার’ ছবিতে কাজ করেছেন ক্যাটরিনা। তাঁদের অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পেতে চলেছে শুক্রবার। আমিরের সঙ্গে ‘ধুম ৩’ ও ‘থাগস অফ হিন্দোস্তান’ ছবিতে কাজ করেছেন ক্যাটরিনা। তিনি সলমন সম্পর্কে বলেছেন, ‘আমি ও সলমন একে অপরকে অনেক বছর ধরে চিনি। আমাদের পরস্পরের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে। টাইগার জিন্দা হ্যায়-এর সেটে প্রতিদিনই আলি (পরিচালক আলি আব্বাস জাফর) ও সলমনের সঙ্গে মজা হত। এই ছবিতে কাজ করে দারুণ লেগেছে।’ এরপর আনন্দ এল রাইয়ের পরিচালনায় শাহরুখ খান ও অনুষ্কা শর্মার সঙ্গে একটি ছবিতে কাজ করবেন ক্যাটরিনা। ফেব্রুয়ারি থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে।