মুম্বই: মেনস্ওয়্যারের বিজ্ঞাপনে অশালীন ভঙ্গিমায় রণবীর সিংহ, সমালোচনার মুখে সাফাই অভিনেতার। দুঃখ প্রকাশ করে রণবীর বলেন, মহিলাদের সর্বদা সম্মানের চোখে দেখেন তিনি। এমন কিছু কখনওই করবেন না, যাতে মহিলাদের অসম্মান হয়।


উল্লেখ্য, সম্প্রতি জ্যাক অ্যান্ড জোনস্-এর বিজ্ঞাপনে দেখা যায় এই বলিউড অভিনেতাকে। গায়ে অফিসের পোশাক। কাঁধে অফিস ব্যাগ। আর কাঁধে হাসিমুখে এক তরুণী। এক চোখ টিপে ইঙ্গিতপূর্ণ হেসে কিছু একটা বোঝানোর চেষ্টা চলছে। পাশে ট্যাগলাইন, ডোন্ট হোল্ড ব্যাক। টেক ইওর ওয়ার্ক হোম। রণবীর সিংহের মত অভিনেতার এ ধরনের বিজ্ঞাপনে অংশ নেওয়া সোশ্যাল মিডিয়া মোটেই ভালভাবে নেয়নি। প্রশ্ন ওঠে, জামাকাপড়ের বিজ্ঞাপনের বক্তব্য এমন ‘নিম্নশ্রেণি’-র কেন? বিজ্ঞাপনটিকে ‘যৌনতাধর্মী’ বলেও আখ্যা দেওয়া হয়। বলা হয়, এটি নারী বিরোধী, সমাজে মেয়েদের সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে।



এরই প্রেক্ষিতে রণবীর বিবৃতিতে জানান, যখন কোনও ব্র্যান্ড তাদের পণ্যের বিজ্ঞাপনী প্রচার করে, তখন তাদের সৃষ্টিশীল কাজের স্বাধীনতা দেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু এক্ষেত্রে ভুল বার্তা গেছে। যা ঘটেছে তার জন্য আমি দুঃখিত। সবটাই অতীত। আমরা আমাদের ভুল শুধরে নেব। যতদ্রুত সম্ভব ৩০ টি শহর থেকে সরিয়ে নেওয়া হবে বিজ্ঞাপনের হোর্ডিং। রণবীর আরও বলেন, সমস্ত মহিলাদেরকেই আমি শ্রদ্ধা করি। কখনওই এমন কিছু করি না, যাতে তাঁরা অসম্মানিত হন।


অভিনেতা সিদ্ধার্থ এই বিজ্ঞাপনের নিন্দা করে বলেন, এতে কর্মক্ষেত্রে মহিলাদের অধিকারকে ছোট করে দেখানো হয়েছে। অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও বলেন, এই ধরনের বিজ্ঞাপন তৈরির আগে আরও যত্নবান হওয়া উচিত ছিল। যদিও অভিনেতা অলোক নাথ এবং শক্তি কপূরের মনে হয়েছে পুরোটাই রসিকতা।