কলকাতা: কলকাতার রাস্তা আর মিষ্টি গানের সুর, ছবির প্রথম গানেই দর্শকদের মন ছুঁয়েছে মনখারাপ করা সুর। অথচ গানের কথায় আছে নতুন করে বাঁচার ডাক, জীবনকে হারিয়েও নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার চাহিদা, বিশ্বাস। মুক্তি পেল অর্জুন দত্তের নতুন ছবি 'শ্রীমতী'-র প্রথম গান। সোমলতা আচার্য চৌধুরীর গলায় ও সৌম্য ঋতের কথায় মিষ্টি এই গানে ফুটে উঠল 'শ্রীমতী' স্বস্তিকার একাকীত্ব আর বদলে যাওয়া জীবন।


পরিচালক অর্জুন দত্তের হাত ধরে এই প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী-স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগে অর্জুনের দুটি ছবি 'অব্যক্ত' ও 'গুলদস্তা' প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। 'শ্রীমতী' অর্জুন দত্তের তৃতীয় ছবি। এই ছবিতে প্রথমবার সোহম ও অর্জুন একে অপরের সঙ্গে কাজ করবেন। স্বস্তিকার সঙ্গে এটা অর্জুনের দ্বিতীয় কাজ।


নতুন গান 'শোন শোন' নিয়ে কী বলছেন সোমলতা? সঙ্গীতশিল্পী বলছেন, 'গানের কথা ও সুর দুটোই সৌম্য রিতের। ওর সঙ্গে এই প্রথম আমার কাজ। গানের কথা এবং সুরটা প্রথমবার শুনে আমার এতটাই ভালো লাগে যে আমি রাজি হয়ে যাই। ছবিটা নিয়ে আমি খুব আগ্রহী। তবে তার জন্য মানুষকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।'


গানের লেখক সৌম্য ঋত বলছেন, 'শোন শোন গানটি ২০২০ সালের একেবারে শুরুতে আমি লিখেছিলাম। শ্রীমতীর শ্যুটিং-এর ঠিক ৩ মাস আগে। সব হারিয়েও সব ফিরে পাওয়া বা নতুন করে বাঁচার কথা, ভালো থাকার কথা বলে এই গান। তবে এই গানটার একটা খুব মজার ইতিহাস আছে। এই গানটা শ্রীমতীর জন্য লেখা হয়নি। একদিন পরিচালক অর্জুনের সঙ্গে গল্প করতে করতে জানলায় বসে ই গানটা গুনগুন করছিলাম। হঠাৎ শুনে সুরটা মনে ধরে অর্জুনের। আমায় বলে এই গানটা লিখতে। ওঁর নতুন ছবি শ্রীমতীতে রাখার জন্য'।


গানের চিত্রায়ণে দেখা যাচ্ছে, কলকাতার রাস্তায় একাকী ঘুরে বেড়াচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। পরণে সাদা প্যান্ট, হলুদ টি-শার্ট আর সাদা শার্ট। কখনও তিনি রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছেন আবার কখনও গাছের পাতা কুড়োচ্ছেন বা ছোটদের খেলা দেখছেন। গানের কথায় নিজেকে খুঁজে নেওয়ার বার্তা আর মনখারাপের ছোঁয়া।


গল্প আবর্তিত হয়েছে এক উচ্চবিত্ত পরিবারের গৃহবধূর জীবনকে কেন্দ্র করে। ছবির প্রথম গানে আভাস পাওয়া যায় তারই। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্তকে। মল্লিকার ভূমিকায় রয়েছেন বরখা। শ্রী অর্থাৎ শ্রীময়ীর জীবনে মল্লিকার আগমন কী বদলে দেবে 'শ্রী'-এর জীবন? উত্তর দেবে ছবির গল্প। মজার মোড়কে এক বদলে যাওয়া গৃহবধূর জীবন নিয়েই গল্প বুনেছেন অর্জুন। অর্জুনের এই আগের দুটি ছবিতেও প্রাধান্য পেয়েছে নারীচরিত্রই।