মুম্বই : কাকপক্ষীতেও টের পায়নি। নিজে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি দিলে কেউ জানতেও পারত না। এমনভাবেই চুপিসাড়ে বিয়েটা সেরে ফেলেছিলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। একেবারে ঘরোয়া অনুষ্ঠানে, শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে 'উরি' পরিচালক আদিত্য ধরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন 'বালা' নায়িকা ইয়ামি। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে কার্যত চমকেই উঠেছিল নেট নাগরিকরা। অনেকেই প্রথমে বিশ্বাস করে উঠতে পারছিলেন না। বিয়ের ছবি দেখে অনেকেই কমেন্ট করে অভিনেত্রীর কাছে জানতে চেয়েছিলেন যে, কোন ছবির শ্যুটিং করছেন তিনি। তবে, সব জল্পনায় একেবারে জল ঢেলে নায়িকা জানিয়ে দিয়েছিলেন যে, এটা কোনও ছবির শ্যুটিংয়ের মেকআপ নয়, সত্যি সত্যিই তিনি পরিচালক আদিত্য ধরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।


আমাদের দেশে বিয়ের পর মেয়েদের পদবি বদলান অনেকে। যদিও অনেকেই নিজের পুরনো পদবিই ব্যবহার করেন বিয়ের পরও। সম্প্রতি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজের নাম বদলে ফেললেন ইয়ামি গৌতম। সোশ্যাল হ্যান্ডেলে সবাই এখন তাঁকে ইয়ামি গৌতম ধর নামে দেখতে পাচ্ছেন। প্রসঙ্গত, ইয়ামি গৌতমই একমাত্র অভিনেত্রী নন যিনি বিয়ের পর নিজের পদবি বদলে ফেলেছেন। এই তালিকায় আরও অনেক নায়িকাই রয়েছেন। করিনা কপূর তাঁর নামের সঙ্গে খান পদবি জুড়েছেন। আবার আনন্দ আহুজাকে বিয়ে করে সোনম কপূর তাঁর নামের সঙ্গে আহুজা পদবি জুড়েছেন। প্রিয়াঙ্কা চোপড়াও হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সেই তালিকায় নাম লেখালেন ইয়ামি গৌতমও।


প্রসঙ্গত, ব্লকবাস্টার হিট এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি 'উরি'তে একসঙ্গে কাজ করেছিলেন আদিত্য ধর এবং ইয়ামি গৌতম। ছবির শ্যুটিংয়ের সময় থেকেই পরিচালকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ইয়ামির। চলতি বছরের জুন মাসে হিমাচল প্রদেশের বাড়িতে বিয়েটা সেরে ফেলেন তাঁরা। বিয়ের ছবি পোস্ট করার সময় একে অপরের উদ্দেশ্যে সুন্দর একটা বার্তাও দেন তাঁরা। যা দেখে ইয়ামি-আদিত্য জুটির গভীরতা টের পাওয়া যায়।