মুম্বই: ‘কাবিল’, ‘সরকার থ্রি’, ‘ভিকি ডোনার’-এর মতো একাধিক ছবিতে কাজ করা ইয়ামি গৌতম এখন টিনসেল টাউনের অন্যতম পরিচিত মুখ। সকলেই জানেন ফিটনেস প্রেমী ইয়ামি, সুস্থ-সুন্দর থাকার জন্যে বিভিন্ন সময় নানা ধরনের ফিটনেস মন্ত্র অনুসরণ করেন। কখনও তাঁকে জলে নানা ধরনের যোগ ব্যায়াম করতে দেখা যায়। কখনও আবার নাচ বা জিম করেন ইয়ামি। এবার ফিট থাকার জন্যে পোল-ডান্সের ক্লাসে যোগ দিলেন ইয়ামি.....
অভিনেত্রী পোল-ডান্সের জন্যে সেলিব্রিটি শিক্ষক আরিফা ভিন্ডারওয়ালার ক্লাসে যোগ দিয়েছেন। ভাইরাল হয়েছে ইয়ামির সেই ছবিও। আর এই মার্চের গরমে ইয়ামির ছবি দেখে চারপাশের পারদ আরও চড়েছে।
তবে ইয়ামির হঠাৎ পোল-ডান্সের ইচ্ছে কেন হল? উত্তর দিলেন অভিনেত্রীই, ফিটনেসের প্রতি প্রেম এবং বিভিন্ন সময় নানা ধরনের ফিটনেস পন্থা শেখার নেশাতেই পোল-ডান্সের ক্লাসে যোগ দেওয়া তাঁর।
পোল-ডান্সে মেতে ইয়ামি গৌতম, কোথায়, কেন এই নাচ করছেন তিনি দেখে নেব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Mar 2018 05:53 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -