মুম্বই: টপ পরেছিলেন কিন্তু প্যান্ট পরেননি। সার্বিয়ার এক রেস্তোঁরা থেকে তাই বার করে দেওয়া হল অভিনেত্রী ইয়ামি গৌতমের বোন সুরিলি গৌতমকে। তাতে অবশ্য সুরিলি খুব একটা কষ্ট পাননি। বরং দিদির সঙ্গে দিব্যি ঘটনার ভিডিও শ্যুট করেছেন তিনি।

ইয়ামি এখন ছবির শ্যুটিংয়ে সার্বিয়ায় রয়েছেন। বোন সুরিলিও গিয়েছেন সঙ্গে। তাঁরা এক রেস্তোঁরায় যান। প্যান্ট না পরায় বার করে দেওয়া হয় সুরিলিকে।

[embed]https://twitter.com/bollywood_life/status/1004742026754129920?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fabpnews.abplive.in%2Fbollywood%2Fvideo-of-yami-gautam-sister-surilie-asked-to-leave-the-restaurant-for-not-wearing-pants-882220[/embed]

বলিউডে পা রাখছেন সুরিলিও, ব্যাটল অফ সারাগড়ি ছবির মাধ্যমে অভিষেক হবে তাঁর। পরিচালক রাজকুমার সন্তোষী। দিদি ইয়ামির শেষ ছবি হৃতিক রোশনের সঙ্গে কাবিল, বক্স অফিসে ভালই সাফল্য পায় ছবিটি।

[embed]https://www.instagram.com/p/Bjq_AkLn8RR/?utm_source=ig_embed[/embed]