নয়াদিল্লি: পুরুলিয়ায় দুই বিজেপি কর্মীর মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে পেশ করা আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আবেদনকারী আইনজীবী গৌরব ভাটিয়াকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছে সুপ্রিম কোর্টের বেঞ্চ। তিনি পিটিশনে বলেছিলেন, বিষয়টি খুবই গুরুতর। পঞ্চায়েত ভোটের পর পুরুলিয়ায় ওই বিজেপি কর্মীদের খুন করা হয়েছে। যদিও বিচারপতি এ কে গোয়েল ও বিচারপতি অশোক ভূষণের অবকাশকালীন বেঞ্চ তাঁর আর্জি খারিজ করে দেয়।
গত ৩০ মে পুরুলিয়ার বলরামপুর গ্রামে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ত্রিলোচন মাহাতো নামে ১৮ বছর বয়সি বিজেপি কর্মীর। তাঁর পিঠে সাঁটা ছিল পোস্টার, যাতে দাবি করা হয়, পঞ্চায়েত ভোটে বিজেপির হয়ে প্রচার করার শাস্তি এটা। এর রেশ কাটতে না কাটতেই দুলাল কুমার নামে আরেক বিজেপি কর্মীর লাশ পাওয়া যায়। একই কায়দায় তাঁকেও খুন করে ইলেকট্রিক পোলের তারে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করে বিজেপি। দুলাল কুমারের বাবাই সিবিআই তদন্ত চেয়ে সর্বোচ্চ আদালতে যান।
দুটি হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ, তিনি আসন্ন রাজ্য সফরে পুরুলিয়া যেতে পারেন বলেও খবর।