কলকাতা: আজ ২৭ সেপ্টেম্বর। আর ২৭ সেপ্টেম্বর মানেই ভ্রমণ পিপাসু বাঙালির মজার দিন। যে দিনটাকে কিনা গোটা বিশ্ব পালন করে। হ্যাঁ, আজই তো বিশ্ব পর্যটন দিবস (World Tourism Day 2021)। রাষ্ট্রসংঘের বিশ্ব পর্যটন সংস্থার পক্ষ থেকে যা সেই ১৯৭০ সালের ২৭ সেপ্টেম্বর থেকে হয়ে আসছে। গত প্রায় দুটো বছর ধরে করোনা অতিমারারীর জেরে বিশ্বজুড়েই পর্যটন শিল্প ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতি হয়েছে ঘুরতে ভালবাসা মানুষগুলোর। কিন্তু শুধুই কী তাই? আপাতদৃষ্টিতে ঘুরতে যাওয়ার কথা বললে মনে হয়, যে ঘুরতে গেল সব লাভ তাঁর। কিন্তু তা তো নয়। আসলে ভ্রমণের সঙ্গে জড়িয়ে থাকে সামাজিক ভাবনা, সংস্কৃতির আদানপ্রদান। অর্থনৈতিক বুনিয়াদ থেকে পৃথিবীকে জানা। তাই ঘুরতে যাওয়াটা একেবারে বন্ধ হয়ে গেলে চলবে কীভাবে! কোভিড অতিমারি। আজ আছে। কাল থাকবে না। এ বছর বিশ্ব পর্যটন দিবস তাই আপনাকে সচেতন ও সতর্ক থেকে ঘুরতে যাওয়ার পরামর্শ দিচ্ছে। দেখে নিন এক এক করে কী পরামর্শ বিশেষজ্ঞদের।
১) কোথাও ঘুরতে যাওয়ার আগে ভাল করে দেখে নিন সেখানে কোভিড নিয়মের কড়াকড়ি কেমন? এমন অনেক জায়গা রয়েছে, যেখানে যাওয়ার আগে আপনাকে কোয়ারান্টাইনে থাকতে হতে পারে। সংক্রমণ ছড়াচ্ছে এমন জায়গায় যাওয়া থেকে বিরত থাকুন।
২) যেখানে যেতে চাইছেন, সেখানকার বর্তমান অবস্থা আগে ভাল করে জেনে নিন। ভ্রমণ নিয়ে অনেক বিশ্বাসযোগ্য ওয়েবসাইট রয়েছে। সেগুলো চেক করুন। তারপর ঘুরতে যাওয়ার গন্তব্য ঠিক করুন।
৩) যে জায়গায় ঘুরতে যাবেন সেখানকার দ্রষ্টব্য স্থানগুলো সম্পর্কে জেনে নিন। তারপর পরিকল্পনা করে ভ্রমণে রওনা দিন।
৪) ব্যাগ গোছাতে গেলে কিছুতেই ভুলবেন না, দরকারি পরিচয়পত্রের কথা। এছাড়াও স্যানিটাইজার, মাস্ক, ফেস শিল্ড, হেড ক্যাপ এগুলো কিন্তু কিছুতেই ভোলা যাবে না।
আরও পড়ুন - Durga Puja Vacation: পুজোর ছুটিতে অফবিট ডেস্টিনেশন, বেড়িয়ে আসুন তিনচুলে-তাকদা-লামাহাট্টা
৫) কোভিড বেধে ভ্রমণ করুন। যেখানে সেখানে লিফটের বোতাম টিপবেন না। এসক্যালেটরে হাত রাবেন না। এটিএম সাবধানে এবং সতর্কতার সাথে ব্যবহার করুন।
৬) মানুষের কাছাকাছি কম গিয়ে প্রযুক্তি ব্যবহারের দিকে বেশি মন দিন।
৭) আপনি যেখানে বসছেন, সেই জায়গার আসবাবগুলোকে অবশ্যই স্যানিটাইজ করে নেবেন। চেয়ার-টেবল থেকে সবকিছু।
৮) পানীয় জল যেন সিল করা বোতলের হয়। খাবারের ক্ষেত্রেও তাই। ভাল প্যাকেট করা খাবারই খাবেন।
৯) সবশেষে কিন্তু সবথেকে দরকারি। আপনার যদি মনে হয় আপনার শরীরটা ঠিক নেই। তাহলে এখন ঘুরতে যাওয়া থেকে বিরত থাকুন। আগে সুস্থ জীবন। তারপর ভ্রমণ।