কলকাতা: ফের জুটি বাঁধছেন ছোটপর্দার ‘অরণ্য সিংহ রায়' আর 'পাখি ঘোষ দস্তিদার’। বড়পর্দায় ফের 'যশমিতা' জুটির ম্যাজিক নিয়ে আসছে এসভিএফ প্রযোজনা সংস্থা। নতুন ছবি? রহস্য জিইয়ে রাখলেন যশ দাশগুপ্ত আর মধুমিতা সরকার।


২০১৩ সালে এই প্রযোজনা সংস্থার হাত ধরেই তৈরি হয়েছিল যশ দাশগুপ্ত আর মধুমিতা সরকার জুটির সুপারহিট ছবি 'বোঝেনা সে বোঝেনা'। তবে নতুন ছবির নাম, চরিত্র বা পরিচালনা নিয়ে এখনও মুখ খোলেননি কেউই। প্রযোজনা সংস্থার কর্ণধার মহেন্দ্র সোনি কেবল যশ-মধুমিতার একটি ছবি ট্যুইট করেছেন। তাতে লেখা, 'সামথিং ইজ কুকিং' অর্থাৎ, কিছু একটা রান্না হচ্ছে।



ছবিতে দেখা যাচ্ছে, এসভিএফের অফিসে হাজির হয়েছেন যশ-মধুমিতা। মধুমিতার পরনে রিপট জিনস আর হলুদ-কালো টপ। অন্যদিকে যশের পরণে কার্টুনি আঁকা টি-শার্ট আর জিনস। এই ছবিটি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে অভিনেতা-অভিনেত্রীদের ফ্যানপেজে। প্রিয় জুটিকে একসঙ্গে ফের দেখতে পাওয়ার খবরে খুশি অনুরাগীরা।


'পাখি' থেকে 'ইমন', 'চিনি' থেকে 'জয়ী'। প্রত্যেকবার নিজের ইমেজ ভাঙছেন মধুমিতা। কতটা চ্যালেঞ্জিং এই ভাঙা গড়াটা? এবিপি লাইভকে মধুমিতা বলেছিলেন, 'ভগবান করুন, আমি যেন চিরজীবন এই ভাঙা গড়াটার মধ্যেই থাকতে পারি।' হাসলেন মধুমিতা। তারপর বললেন, 'ধারাবাহিক থেকে সিনেমায় অভিনয়, একটা জিনিস সবসময় মাথায় রাখি, যেন আমার আগের চরিত্রের সঙ্গে নতুন চরিত্রের কোনও মিল না থাকে। যদি দিন যাবে কাজটা কঠিন হবে আর আমার খিদেটাও বাড়তে থাকবে।'


এমন কোনও চরিত্র রয়েছে যাতে অভিনয় করার স্বপ্ন দেখেন? এবিপি লাইভকে মধুমিতা বলেছিলেন, 'আমার অনেকদিন ধরে ডার্ক সেডের চরিত্রে অভিনয় করার ইচ্ছে। আমার চেহারা দেখে হয়ত মিষ্টি মেয়ে, প্রেমিকা বা কলেজ পড়ুয়ার চরিত্র দেওয়াটা খুব সহজ। কিন্তু আমি চাই সম্পূর্ণ বিপরীত কোনও চরিত্র যেটা আমার চেহারার সঙ্গে মানায়ই না। সেটা কোনও সিরিয়াল কিলার বা সাইকো হতে পারে। দর্শক দেখে মনে করবে, মধুমিতা এমনও হতে পারে! এমন কোনও অভিনয় করার জন্য আমি মুখিয়ে থাকব।' 


আগামী ছবিতে কি পূরণ হবে মধুমিতার স্বপ্ন? উত্তর দেবে সময়।