সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমাদের মধ্যে কোনও শত্রুতা নেই, আমি আর ভারত আলাদা হয়ে যাচ্ছি।
তাছাড়াও সিমরন জানান, ছেলে বিনীতের কাস্টডি স্বামী ভারতেরই। তিনি মাঝে মাঝে গিয়ে ছেলের সঙ্গে দেখা করবেন। আমরা আলাদা হয়ে যাচ্ছি, কিন্তু কোনও পারস্পরিক বিবাদ নেই।
বর্তমানে সিমরন অনেকগুলি ধারাবাহিকের সঙ্গে যুক্ত। 'পরমাবতার শ্রী কৃষ্ণ', 'কৃষ্ণাবেন খাকরাওয়ালা', 'উড়ান' ইত্যাদি সিরিয়ালে দাপটে কাজ করে যাচ্ছেন তিনি।