নিউইয়র্ক: সম্প্রতি পর পর বেশ কয়েকবার বিকিনি পরা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।



সমস্ত ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম

এবার তাঁকে ফের দেখা গেল সেই সাহসী অবতারে





কালো বিকিনিতে পুলে বসে দেখা গেল প্রিয়ঙ্কাকে। বসের মতো পুলে বসে রিল্যাক্স করছিলেন পিগি চপস।

দিন কয়েকআগে ‘বেওয়াচ’ মুক্তির আগে মিয়ামির সমুদ্র সৈকতে বিকিনি পরে নিজের বান্ধবীদের সঙ্গে দারুন সময় কাটিয়েছিলেন লাস্যময়ী। সেসময় প্রথমে তাঁকে দেখা গিয়েছিল একটি নীল রঙের ছোট বিকিনিতে,



পরে আকাশি রঙের বিকিনিতে দেখা যায় পিগি চপসকে।



এদিকে হলিউডে প্রিয়ঙ্কার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘বেওয়াচ’ সমালোচকদের থেকে মারাত্মক সমালোচিত হচ্ছে। ছবির অসাবলীল বিষয়, অভিনেতা-অভিনেত্রীদের খারাপ পারফর্ম্যান্স সবকিছু নিয়েই চর্চা তুঙ্গে। তবে ওই ছবিতে দেশি গার্ল প্রিয়ঙ্কার উপস্থিতি প্রশংসা পেয়েছে। তবে সমালোচনা বা প্রশংসা, কোনও কিছুই তেমন প্রভাব ফেলেনি প্রিয়ঙ্কার ওপর। তিনি কার্যত বসের মতো উপভোগ করছেন তাঁর সময়, সেটা ছবি থেকেই স্পষ্ট।