কলকাতা: গতবছর বড়পর্দায় মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ছবি 'লাল সিং চাড্ডা'। বক্সঅফিসে খুব একটা লাভের মুখে দেখেনি এই ছবি। এবার এই ছবিকে 'ভালো নয়' বললেন স্বয়ং আমির খান।
সম্প্রতি, একটি সাক্ষাৎকারে 'বয়কট বলিউড' প্রসঙ্গে অনুপম খেরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'লাল সিং চাড্ডা ভাল ছবি ছিল না। যদি এটি ভাল সিনেমা হত তবে কোনও শক্তি এটিকে সফল হওয়া থেকে আটকাতে পারত না। কিন্তু আমির খানের 'পিকে' সত্যিই ভাল ছবি। মূল বিষয় হল আপনাকে সত্যকে গ্রহণ করতেই হবে।'
তিনি আরও বলেন যে "বয়কট বলিউড" অভিযান একটি ছবির সাফল্যকে প্রভাবিত করতে পারে না। চলচ্চিত্রের মানই নির্ধারণ করবে সেটি সফল হবে কি না। আমির খানের 'লাল সিং চাড্ডা' কে প্রথমে বয়কটের ডাক দেওয়া হয়েছিল, তারপর রণবীর কাপুরের 'ব্রহ্মাস্ত্র' এবং পরে এসআরকে'র 'পাঠান'।
আরও পড়ুন...
পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন
প্রসঙ্গত,বলিউড অভিনেতা অনুপম খেরের শর্টফিল্ম 'রিটেক' প্রিমিয়ার করা হবে 'নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল'-এ। ইনস্টাগ্রামে ছবির পোস্টার শেয়ার করে 'অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট' এই বিশেষ খবর শেয়ার করেন অভিনেতা।
এই পোস্ট শেয়ার করে অনুপম খের লিখেছিলেন, 'ভালবাসা, বিরহ ও একটা রিটেক। আমাদের স্বল্প দৈর্ঘ্যের ছবি 'রিটেক' এখন তৈরি হচ্ছে নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমেরিকান প্রিমিয়ারের জন্য। অ্যাপ্লজ এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবি লিখেছেন ও পরিচালনা করেছেন প্রতিভবান শ্বেতা বসু প্রসাদ।'
আরও পড়ুন...
Kale Health Benefits: সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?
সেই পোস্টে অনুপম খের লিখেছিলেন, 'গোটা বিশ্ব আমাদের দুর্দান্ত শর্টফিল্ম দেখবে সেই অপেক্ষায় রয়েছি। হ্যাশট্যাগ রিটেক।' এরপরই পোস্ট ভাসে নেটিজেনদের শুভেচ্ছা ও শুভ কামনায়।
শ্বেতা বসু প্রসাদের লেখা ও পরিচালিত এই ছবি এক ৬০ বছর বয়সী শিল্পীর গল্প বলে যে নিজের জীবনের সিদ্ধান্তকে প্রশ্ন করে। নিজের শিক্ষকের শোকসভায় প্রাক্তন প্রেমিকা ও বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর শৈল্পিক ছোঁয়া পায়। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুপম খের, জারিনা ওয়াহাব ও ড্যানিশ হুসেনকে।
এছাড়া অনুপম খেরকে দেখা যাবে তাঁর ৫৩৪তম ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এও। এই ছবির পরিচালকও বিবেক অগ্নিহোত্রী।