কলকাতা: ঘরের মাঠেই 'দঙ্গল' করতে নেমে পড়েছে ছোট্ট ইউভান (Yuvaan)। সঙ্গে হাজির মা-মাসিরা। ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও শেয়ার করেছেন পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty)। ইউভানকে ফুটবল হাতে 'দঙ্গল' করতে দেখা যাচ্ছে সেখানেই। ইউভানের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), বরখা বিস্ত সেনগুপ্ত (Barkha Sengupta)।
গাঢ় নীল রঙের জ্য়াকেট, কালো প্যান্ট আর পায়ে গোলাপী মোজা, মাথাভর্তি কোঁকড়া চুল। হাতে লাল হলুদ ফুটবল। সারা ঘরময় ঘুরে ঘুরে খেলা চলছে ইউভানের। তার সঙ্গে খেলায় হাত মিলিয়েছেন অভিনেত্রী বরখা বিস্ত সেনগুপ্ত। খেলার দলে হাজির শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পোষ্যও। ঘরের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পা দিয়ে ঠেলে চলছে বল খেলা। সেখানেই হাজির ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও তাঁর এক বন্ধু। ছিলেন রাজ চক্রবর্তীর মা-ও। নাতির কীর্তি ভালই উপভোগ করছিলন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তারকা দম্পতি রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। তাঁদের টাইমলাইন জুড়ে এখন বেশিরভাগই থাকে খুদে ইউভানের (Yuvaan) নানা কীর্তির ছবি ও ভিডিও। সেরকমই কিছুদিন আগেও একটি ভিডিও পোস্ট করেন পরিচালক। 'ওয়ার্ম আপ' করছে পুঁচকে ইউভান। ভিডিওয় শোনা যায় মা শুভশ্রীর কণ্ঠস্বর।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন রাজ চক্রবর্তী। ভিডিওয় দেখা যায় বিছানার ছত্রী ধরে ওয়ার্ম আপ করছে পুঁচকে। বাবার কোলে চড়ে খানিক শরীর চর্চা আর কী। পরনে লাল-নীল সোয়েটার। খুদে বেশ বুঝতে পারছে তার কীর্তি ক্যামেরাবন্দি করছে মা, তাই সেদিকে খানিক তাকিয়েই যেন জোশ আরও বেড়ে যাচ্ছে তাঁর। বেশ জোর দিয়ে আওয়াজও করছে সে। তবে তারই মধ্যে সাবধানী মা, বেশি জোর দেখে বলেও উঠলেন, 'আস্তে'। যাতে ছেলের কোনওভাবে আঘাত না লাগে।