সরকারি বৈঠকে চায়ের সঙ্গে বিস্কুট-কুকিজের বদলে দিতে হবে খেজুর-সেদ্ধ ছোলা, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের
Web Desk, ABP Ananda | 29 Jun 2019 04:49 PM (IST)
১৯ জুন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এক নির্দেশিকা জারি করে সব দফতরকে জানিয়ে দিয়েছেন, এখন থেকে আর সরকারি বৈঠকে কুকিজ, বিস্কুট বা অন্য কোনও অস্বাস্থ্যকর ফাস্টফুড পরিবেশন করা যাবে না।
নয়াদিল্লি: সরকারি বৈঠকে এখন থেকে চায়ের সঙ্গে আর ‘অস্বাস্থ্যকর’ বিস্কুট, কুকিজ দেওয়া যাবে না। তার বদলে দিতে হবে খেজুর, বাদাম, আখরোট, সিদ্ধ ছোলার মতো স্বাস্থ্যকর খাবার। এমনই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক। এক আধিকারিক জানিয়েছেন, ‘১৯ জুন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এক নির্দেশিকা জারি করে সব দফতরকে জানিয়ে দিয়েছেন, এখন থেকে আর সরকারি বৈঠকে কুকিজ, বিস্কুট বা অন্য কোনও অস্বাস্থ্যকর ফাস্টফুড পরিবেশন করা যাবে না। এই পদক্ষেপে আমরা খুশি। আমাদের মন্ত্রী নিজে একজন চিকিৎসক। তিনি ফাস্টফুডের ক্ষতিকর প্রভাবের বিষয়ে অবহিত। সেই কারণেই ফাস্টফুড বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আমরা সবাই খুশিমনে এই নির্দেশ মেনে নিচ্ছি।’