বিশ্বকাপের সেমিফাইনালের অঙ্কে আগামীকালের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় দল জিতলে শেষ চারে জায়গা নিশ্চিত করে ফেলবে। অন্যদিকে, ইংল্যান্ড জিতলে আশা বজায় থাকবে। এহেন গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন ট্যুইট করে পিটারসেন বলেছেন, ‘বিরাট (কোহলি) ও রবি (শাস্ত্রী) দয়া করে বিজয় শঙ্করকে বাদ দিও না। আমার মনে হয়, ও নিজের খেলা ফিরে পাচ্ছে। ও তোমাদের আগামীকালের ম্যাচ জিতিয়ে দেবে। পন্থের কথা ভেবো না। ওর বিশ্বকাপ খেলার জন্য আরও তিন সপ্তাহ প্রস্তুতি নেওয়া দরকার।’ বিজয় শঙ্করকে বাদ দিও না, কাল ও তোমাদের ম্যাচ জেতাবে, কোহলি-শাস্ত্রীকে পিটারসেন
Web Desk, ABP Ananda | 29 Jun 2019 05:35 PM (IST)
তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ এখনও বিশ্বকাপে খেলার উপযুক্ত হয়ে ওঠেননি বলেই মনে করেন পিটারসেন।
বার্মিংহ্যাম: আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অলরাউন্ডার বিজয় শঙ্করকে বাদ না দেওয়ার পরামর্শ দিলেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের আশা, আগামীকাল বিজয়ই ভারতের সেরা অস্ত্র হয়ে উঠবেন। তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ এখনও বিশ্বকাপে খেলার উপযুক্ত হয়ে ওঠেননি বলেই মনে করেন পিটারসেন।