নয়াদিল্লি: প্রথম সপ্তাহান্ত শেষ (first weekend box office collection)। প্রকাশ্যে এসেছে ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত, লক্ষ্মণ উতেকর (Laxman Utekar) পরিচালিত 'জরা হটকে জরা বঁচকে' ছবির প্রথম তিন দিনের বক্স অফিস আয় (Box Office Collection)। রোম্যান্টিক কমেডি ড্রামা ঘরানার এই ছবি মন জয় করছে দর্শকদের। তিন দিনের শেষে আয়ের লক্ষ্যমাত্রাও পূরণ করে ফেলেছে এই ছবি। প্রথম সপ্তাহান্তে মোট কত আয় হল ছবির?


'জরা হটকে জরা বঁচকে' ছবির বক্স অফিস আয়


দর্শকের মন জয় করেছেন সারা ও ভিকির নতুন এই জুটি। শুক্রবার, শনিবার ও রবিবারের পর কত আয় করল বড়পর্দায় সৌম্যা ও কপিলের জুটি? প্রথম উইকেন্ড শেষে এই ছবি পার করল ২২ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা, ছোট মাত্রার ছবির ক্ষেত্রে যা বেশ ভালই। 


ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, এই ছবি মাস ইউনিট ও দেশীয় সিনেমা চেন, দুই জায়গাতেই ভাল আয় করছে।


তরণ আদর্শ লেখেন, 'জরা হটকে জরা বঁচকে সাঁতরে পৌঁছল উইনিং পোস্টে, প্রথম সপ্তাহান্ত বেশ ভালই কাটাল... ন্যাশনাল চেনে দুর্দান্ত, মাস পকেট এই দলে নাম লেখালো তৃতীয় দিনে... সোমবার কীরকম আয় হয় সেইদিকেই চোখ সকলের। শুক্রবার মোট আয় ৫.৪৯ কোটি টাকা, শনিবার ৭.২০ কোটি টাকা, রবিবার ৯.৯০ কোটি টাকা। মোট আয় ২২.৫৯ কোটি টাকা।'


 






তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, শনিবার আয় বেড়েছে ৩১.১৫ শতাংশ, রবিবার আয় বেড়েছে ৩৭.৫০ শতাংশ। প্রথম তিনদিনের আয়ের পরিমাণ 'পিভিআর'-এ যথাক্রমে ১.৫৪ কোটি, ২.১১ কোটি, ২.৬০ কোটি টাকা, 'আইনক্স'-এ ১.১১ কোটি, ১.৫০ কোটি, ১.৯৭ কোটি টাকা, 'সিনেপলিস'-এ ৭০ লক্ষ, ৯৪ লক্ষ ও ১.১৮ কোটি টাকা। 


আরও পড়ুন: World Environment Day 2023: নিজের হাতে ৮ হাজার গাছকে সন্তানস্নেহে পালন, ১১২ বছরেও কীর্তি গড়ে চলেছেন ভারতের 'বৃক্ষ-মাতা'


অনেকের মতে মোটামুটি ছবির ক্ষেত্রে সেগুলি প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে ওটিটিতে সরাসরি মুক্তি পাওয়া উচিত। এই ভাবনাকেও নস্যাৎ করেছে 'জরা হটকে জরা বঁচকে'। প্রসঙ্গত, 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে', 'দ্য কেরালা স্টোরি'র পর এবার 'জরা হটকে জরা বঁচকে' দর্শকের প্রেক্ষাগৃহে উপস্থিতি প্রত্যক্ষ করছে। ফলে ছবির পরিবেশকরা খানিক স্বস্তিতে।


প্রসঙ্গত, 'জরা হটকে জরা বঁচকে' খানিক হালকা কমেডি ঘরানার ছবি। পয়সা উসুল এই ছবির গান এবং দুই তারকার উপস্থিতিই মূলত দর্শককে হলমুখী করছে বলে মতামত ফিল্ম সমালোচকদের। নিজের বাড়ি কেনার জন্য মধ্যবিত্ত কোনও পরিবার কতটা দূর পর্যন্ত যেতে পারে, কী কী পদক্ষেপ নিতে পারে সেই নিয়েই এই গল্প। সৌম্য ও কপিলের এই গল্প প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২ জুন।