কলকাতা: পায়ে পায়ে ৫০০ পর্ব পার করে ফেলল 'ফুলকি' (Fulki) ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম অভিনয়ে পা রেখেছিলেন দিব্যাণি মণ্ডল। আর সেই ধারাবাহিকই পার করে ফেলল ৫০০ পর্ব। খাওয়া দাওয়া থেকে শুরু করে কেক কাটা, উচ্ছ্বাসে মাতলেন টিমের সক্কলে। আর অফ ক্যামেরাতেও ধরা পড়ল রোহিত আর ফুলকির রসায়ন। প্রত্যেকের কথাতেই উঠে আসল সেই শুরুর দিনগুলির কথা.. যেদিন প্রথম শুরু হয়েছিল এই ধারাবাহিক, সেদিন কেমন ছিল পরিবেশ? স্মৃতিতে ডুব দিব্যাণি আর অভিষেক।


ধারাবাহিকের ৫০০ পর্বে কেক কেটে উচ্ছ্বসিত দিব্যাণী। বলছেন, 'প্রথম দিন যখন এই সেটটায় এসেছিলাম, অনেকটা টেনশন ছিল। কী হবে.. কী না হবে.. এটা আমার প্রথম ধারাবাহিক। সেইজন্য অনেক চিন্তা মাথায় ঘুরছিল। তবে আজ সেই চিন্তাটা একেবারেই নেই। মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি। একান্নবর্তী পরিবারের সবাই একসঙ্গে হয়ে শ্যুটিং, খাওয়া দাওয়া চলছে। তবে হ্যাঁ, দায়িত্ববোধ রয়েছে।' কথার খেই ধরে নিয়ে অভিষেক বললেন, 'হ্যাঁ.. অবশ্যই এটা একটা দায়িত্ববোধ। আমরা চেষ্টা করব আমাদের ধারাবাহিক যেন ১০০০ কেন, ১৫০০ এপিসোড পেরিয়ে যায়। একটা ধারাবাহিক সবার যখন ভাল লাগে, সেটা আমাদের সব্বার পাওয়া। আপনারা এভাবেই আশীর্বাদ করবেন আর এভাবেই দেখবেন 'ফুলকি'। এদিন মঞ্চ তৈরি করা হয়েছিল 'ফুলকি'-র ৫০০ এপিসোডের উদযাপনে। এদিন মঞ্চে অভিষেক বলেন, 'আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করি। কোনও শট এনজি হলে প্রত্যেকে প্রত্যেকের ভুল ধরিয়ে দিই। এটা আমাদের টিমের মধ্যে একটা ভুল বন্ডিং বলতে পারেন। আর এই বন্ডিংটাই কাজ করে আমাদের টিমের সবাইকে ভাল কাজ করতে। আমরা সবাই একসঙ্গে চেষ্টা করি কাজটা যেন ভাল হয়।'


একটা ধারাবাহিকে অভিনয়, জনপ্রিয়তা.. তারপরেই হারিয়ে যাওয়া। টেলিদুনিয়ায় এই নজির কম নেই। 'ফুলকি' শেষ হওয়ার পরে কাজ মিলবে তো? কখনও ভয় হয় অভিনেত্রীর? 'ফুলকি' বলছেন, 'আমার বয়স এতটাই কম যে এগুলো ভাবায় না। আমি মনে করি, এটা আমার শেখার বয়স। যদি এই ধারাবাহিকটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কাজ না পাই, নিজেকে আরও ঘষামাজা করব। পড়াশোনাটা শেষ করব। মিক্সড মার্শাল আর্ট আর স্যুইমিং শেখার ইচ্ছা রয়েছে। নাচ শেখার ইচ্ছা রয়েছে। এরপরে তো বয়স বাড়বে, হাজার রকম রোগ আসবে। এখন অনেকটা বয়স কম, তাই এটাই শেখার বয়স। নিজেকে ব্যস্ত রাখব, আরও উন্নতি করব।'


আরও পড়ুন: Kali Puja 2024: তুলির টানে জীবন্ত মানুষ হয়ে উঠল করুণাময়ী মন্দিরের মা কালী! নেপথ্যে কে?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে