কলকাতা: সদ্য় ইন্সটাগ্রামে প্রোফাইল খুলেছেন অভিনেত্রী জিনাত আমন (zeenat aman)। আর সম্প্রতি তাঁর একটি পোস্ট ভাইরাল হল সোশ্যাল সাইটে। অভিনেত্রী তাঁর ছবি, 'সত্যম শিবম সুন্দরম' থেকে একটি ছবি শেয়ার করেছেন। পুরনো এই ছবিটিতে সেপিয়া টোন আছে। ছবিটি পোস্ট করে তিনি এই ছবির ইতিহাস শেয়ার করে নিয়েছেন তাঁর ভক্তদের সঙ্গে। অভিনেত্রী লিখেছেন,"এই ছবিটি ফটোগ্রাফার জেপি সিংগাল ১৯৭৭ সালের দিকে 'সত্যম শিবম সুন্দরম'-এর জন্য একটি লুক টেস্টের সময় তুলেছিলেন। আমরা সিরিজটি শ্যুট করেছি। আর কে স্টুডিওতে, এবং আমার পোশাক ডিজাইন করেছেন অস্কার বিজয়ী ভানু আথাইয়া।"
তিনি ক্যাপশনে অশ্লীলতার ধারণাকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, "বলিউডের ইতিহাসের সাথে পরিচিত যে কেউই জানতে পারবেন যে সত্যম শিবম সুন্দরম-এ আমার চরিত্র রূপা নিয়ে অনেক বিতর্ক এবং ভ্রুক্ষেপ ছিল। অশ্লীলতা আমি পাইনি এবং মানবদেহ সম্পর্কে অশ্লীল কিছু পাইনি। আমি একজন পরিচালকের অভিনেতা এবং এই চেহারাগুলি আমার কাজের অংশ ছিল।"
আরও পড়ুন...
কোন বাংলা গান বিদ্য়ার সবচেয়ে পছন্দ? গেয়ে শোনালেন নিজেই
বর্ষীয়ান অভিনেত্রী আরও লেখেন, "রূপার কামুকতা প্লটের মূল বিষয় ছিল না। ছবিতে দেখানো প্রতিটি পদক্ষেপের কোরিওগ্রাফ করা হয়, রিহার্সাল করা হয় এবং কয়েক ডজন কলাকুশলীদের সামনে পারফর্ম করা হয়," জিনাত জানান, এই ছবিতে তাঁর 'পশ্চিমী' ইমেজ নিয়ে উদ্বিগ্ন ছিলেন পরিচালক রাজ কাপুর। 'পশ্চিমী' মহিলার চরিত্রে ছিলেন, "পরিচালক রাজ কাপুর আমাকে বোর্ডে নিয়ে এসেছিলেন। কিন্তু আমার 'পশ্চিমী' ইমেজ নিয়ে উদ্বিগ্ন ছিল। দর্শকরা আমাকে এই অবতারে গ্রহণ করবে কিনা সে সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না, তাই এই লুক টেস্টটি করা হয়েছিল।
প্রসঙ্গত, ৭০-এর দশকে জিনাতের প্রেমে হাবুডুবু খেতেন আপামর দর্শক। ১৯৭০ ও ৮০-এর দশকে বলিউডের হিন্দি চলচ্চিত্রে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। ১৯৭০ সালে মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। এক্ই বছরে মিস এশিয়া প্যাসিফিকে অংশ নিয়ে শিরোপা জয় করেন। এরফলে দক্ষিণ এশিয়ার প্রথম নারী হিসেবে এ শিরোপা জয় করেছিলেন জিনাত।
তবে, এইমুহূর্তে জিনাতের এই সাহসী পোস্টে সরগরম নেটদুনিয়া।