কলকাতা: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে 'দুর্ঘটনায়' মৃত্যু হয়েছিল ৫২ বছর বয়সি জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। অসমের রকস্টারের মৃত্যুতে শোকের ছায়া নেমেছিল সঙ্গীত জগতে ও অনুরাগীদের মনে। এই মৃত্যুতে কাঠগড়ায় সিঙ্গাপুরের অনুষ্ঠান উদ্যোক্তাদেরই। মরিগাঁও থানায় দায়ের হয়েছিল এফআইআর। এরই মধ্যে সেদিন জুবিনের সঙ্গে ইয়টে পার্টি করতে যাওয়া সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য SIT গ্রেফতার করেছে।                                                  

জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর ঘটনা তদন্তের মধ্যে এই গ্রেফতারের ঘটনা ঘটেছে। যদিও এখনও অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্রের খবর, সিঙ্গাপুরে উত্তর-পূর্ব উৎসবের আয়োজক উদ্যোক্তা শ্যামকানু মহন্ত, যেখানে জুবিন গর্গের অনুষ্ঠান করার কথা ছিল, তাঁকেও শীঘ্রই গ্রেফতার করা হতে পারে। এও জানা গিয়েছে, বর্তমানে বিমানবন্দর লাউঞ্জে আছেন এবং আত্মসমর্পণের জন্য সিআইডির সঙ্গেও যোগাযোগ করেছেন বলে সূত্রের খবর।             

মহন্ত ছাড়াও, সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন সদস্যকেও সিআইডি হেফাজতে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, “শ্যামকানু মোহন্ত এবং তাঁর সঙ্গে যুক্ত যে কোনও সংস্থাকে অসমে কোনওরকম অনুষ্ঠান বা উৎসব আয়োজনে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য  সরকার। শুধু তাই নয়, মোহন্তের আর কোনও অনুষ্ঠানের জন্যে অসম সরকারের পৃষ্ঠপোষকতা করবে না। আেরর্থিক অনুদান, বিজ্ঞাপন কিংবা স্পনসরশিপ কিছুই দেওয়া হবে না। 

কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে যে এই ঘটনায় বেশ কিছু অনিয়মের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজন ব্যক্তি শীঘ্রই সংস্থা গ্রেফতার করবে।                

এই ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত কুমার বিশ্বশর্মা এও জানিয়েছেন, আসাম সিআইডি শ্যামকানু মহন্ত থেকে এই ঘটনায় জড়িত সকলকে জিজ্ঞাসাবাদ করবে। আসাম সিআইডি তদন্তে অখুশি হলে সিবিআই-কেও এই ঘটনার তদন্তভার দেওয়ার আর্জি জানান হবে।                

উল্লেখ্য, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জুবিন গর্গের। গিয়েছিলেন নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে। শনিবার, ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেই অনুষ্ঠানে পারফর্ম করার কথাও ছিল গায়কের। তবে তার আগেই সব শেষ! যদিও গায়কের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে! তবে জানা যায়, স্কুবা ডাইভিং করতে গিয়ে ডুবে শ্বাসকষ্ট শুরু হয় জুবিনের।