কলকাতা: জুবিন গর্গের (Zubeen Garg) প্রয়াণ নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। সিঙ্গাপুরে শো করতে গিয়ে, স্কুবা ডাইভিং করার সময় কিংবদন্তি সঙ্গীতশিল্পীর প্রয়াণ হয়েছে বলে প্রাথমিকভাবে শোনা যাচ্ছে। কিন্তু সত্যিই কি তাই? এই ঘটনা কি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরও কোনও রহস্য? সদ্য় এক প্রত্যক্ষদর্শীর দেওয়া বয়ানে, এই ঘটনার কার্যত মোড় ঘুরিয়ে দিয়েছে বললে অত্যুক্তি হবে না। এক প্রত্যক্ষদর্শী সম্প্রতি বয়ানে বলেছেন, গোটাটাই নাকি ছিল সিদ্ধার্থ শর্মা (Siddharth Sharma) অর্থাৎ জুবিনের ম্যানেজারের পরিকল্পনা। পরিকল্পনা করেই নাকি খুন করা হয়েছে গায়ককে!

Continues below advertisement

সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে যে রিমান্ড তৈরি হয়েছে, সেখান থেকে জানা গিয়েছে, সিদ্ধার্থ শর্মা নাকি সেদিনকার পার্টিতে বিদেশী মদের ব্যবস্থা করেছিলেন। সেই মদ নাকি পান করেছিলেন জুবিন। তারপরেই তিনি স্কুবা ডাইভিং করতে নামেন। মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিলেন্স সেল থেকে সিদ্ধার্থ শর্মার নামে যে অভিযোগপত্র তৈরি করা হয়েছে, সেখানেই নাকি রয়েছে এই তথ্য। এই ঘটনার অন্যতম সাক্ষী শেখর জ্যোতি গোস্বামী। তাঁর দাবি অনুযায়ী, একটি ইয়টে পার্টি হচ্ছিল। সেই ইয়টের কন্ট্রোল ছিল জুবিনের হাতে। কিন্তু দুর্ঘটনার আগের মুহূর্তে, সিদ্ধার্থ নাকি জোর করে জুবিনের কাছ থেকে সেই কন্ট্রোল নিয়ে নেন। শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগ, গোটা ঘটনাটাই পরিকল্পিত। আর সেই পরিকল্পনায় বড় হাত রয়েছে সিদ্ধার্থের ও উৎসবের প্রধান আয়োজক শ্যামকানু মহন্তর।

প্রসঙ্গত, এই বিষয়ে জুবিনের স্ত্রী গরিমা সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, 'আমরা জানতে চাই, শেষ মুহূর্তে কী হয়েছিল ওঁর সঙ্গে? কোথায় কোথায় নিরাপত্তায় ফাঁক রয়ে গেল, যার ফলে এই মৃত্যু? আমরা এই সবকিছুর উত্তর চাই।' জুবিনের স্ত্রী গরিমা বলেন, ওই ঘটনার সময় জুবিনের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককে উত্তর দিতে হবে যে কী করে এই ঘটনা ঘটল? এদিন জুবিনের স্ত্রী আরও বলেন, 'জুবিন যখন শারীরিকভাবে সাঁতার কাটার অবস্থায় ছিল না, তাহলে কেন সেই সময়ে তাঁকে জল থেকে তুলে আনা হল না? যদি তাঁরা এই কাজটা করতে পারতেন, তাহলে তো জুবিনকে বাঁচানো খুব সহজ হয়ে যেত! কিন্তু কেন তা করা হল না? কেন সঠিক নিরাপত্তা ছিল না?' 

Continues below advertisement

এখনও গোটা ঘটনা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। অনুরাগীদের আশা, সত্যি ঠিকই প্রকাশ পাবে