PIB Fact Check: ভারত-পাক উত্তেজনার আবহ। ইতিমধ্যেই দেশজুড়ে মকড্রিলের আবহ চলছে। আজ ৭ মে সারা দেশে নির্দিষ্ট কিছু কিছু এলাকায় নেওয়া হবে যুদ্ধের মহড়া। আর এই পরিস্থিতিতে দেশবাসীর উদ্দেশ্যে যুদ্ধ পরিস্থিতি হলে কীভাবে (Fact Check) নিজেদের সুরক্ষিত রাখা যায় তা নিয়ে 'অ্যাডভাইজরি' জারি করেছে কেন্দ্র সরকার। কিন্তু এরই মাঝে আরেকটি অ্যাডভাইজরি ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে যেখানে দাবি করা হচ্ছে সমস্ত নাগরিকদের (PIB Fact Check) যুদ্ধ পরিস্থিতির থেকে বাঁচার জন্য ৫০ হাজার টাকা নগদ সঙ্গে রাখতে হবে। রাখতে হবে জ্বালানি ভরা গাড়ি, মাস দুয়েকের ওষুধের সরবরাহ ইত্যাদি। তবে এই ভাইরাল অ্যাডভাইজরি নিয়ে (Viral Advisory) উত্তেজনা তৈরি হলেও প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ভুয়ো। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।

Continues below advertisement

ভাইরাল হওয়া অ্যাডভাইজরিতে তালিকা ধরে বলা হয়েছে যুদ্ধ পরিস্থিতি হলে কী কী করতে হবে নাগরিকদের। এর মধ্যে রয়েছে সঙ্গে ৫০ হাজার টাকা নগদ রাখতে হবে, একটি সম্পূর্ণ জ্বালানি-সহ যানবাহন সঙ্গে রাখতে হবে, রাখতে হবে ২ মাসের অত্যাবশ্যকীয় ওষুধ, বিদ্যুৎ সংযোগের বিকল্প উৎস ইত্যাদি। এতে কোনও অফিসিয়াল লোগো বসানো নেই, কোন এজেন্সির তরফে জানানো হচ্ছে তার উল্লেখ নেই, ফলে এর বৈধতা নেই কোনও। আর এই বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে মানুষকে বিভ্রান্ত করতে বানানো হয়েছে সরকার-কর্তৃক প্রকাশিত নির্দেশকার অনুকরণ করে।

Continues below advertisement

প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধরনের কোনও নির্দেশিকা সরকার জারি করেনি, কোনও নিরাপত্তা সংস্থা, বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে কোনও পরামর্শ বা নির্দেশিকা জারি করা হয়নি। পিআইবির তরফে নাগরিকদের বলা হচ্ছে জরুরি অবস্থা সম্পর্কিত যে কোনও তথ্য কেবলমাত্র সরকারি চ্যানেল, প্রেস রিলিজ কিংবা বিশ্বস্ত সংবাদমাধ্যমে দেখা দরকার। যাচাই করে নিতে হবে সমস্ত তথ্য। দেশের এই সংবেদনশীল পরিস্থিতিতে পহেলগাঁওয়ের ঘটনার প্রেক্ষিতে এবং ভারত-পাক উত্তেজনার সময় ভুয়ো সতর্কবার্তা ছড়ানো ভারতীয় সাইবার আইনের নিরিখে দায়িত্বজ্ঞানহীন এবং সম্ভাব্য অপরাধমূলক আচরণের সমান।

এই ধরনের প্ল্যাটফর্মগুলি ভিত্তিহীন তথ্য প্রচার করছে এই সময়ে। ভারতের মাটিতে পাকিস্তানের প্রতিশোধমূলক কার্যকলাপের খবর ছড়িয়েছে সমাজমাধ্যমে। পাকিস্তানের বিমানবাহিনী ভারতের শ্রীনগর বিমানবন্দরকে লক্ষ্য করে ভারতের সেনা ব্রিগেডের একটি ঘাঁটিকে ধ্বংস করে দিয়েছে, এই খবরও ছড়িয়ে পড়েছিল 'অপারেশন সিঁদুর' সফল হওয়ার পরেই।