কলকাতা: রাজ্যে জোরকদমে চলছে SIR-এর প্রস্তুতি। এই আবহেই যে কোনও মুহূর্তে SIR করতে নির্বাচন কমিশনের বাধা নেই বলে মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে SIR সুষ্ঠুভাবে না হতে দিলে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে, এই হুঁশিয়ারি দেন শুভেন্দু। অপরদিকে এই প্রতিবদনের মূল যে কার্ডটি পোস্ট হয়েছে, তার নকল করে, 'ভুয়ো ছবি' বানিয়ে এবং ওই কার্ডে ভূল বক্তব্য কোটেশনে বসিয়ে, এবিপি আনন্দ-এর নামে মিথ্যে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

Continues below advertisement

আরও পড়ুন, দুর্গাপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যর 'ভুয়ো ছবি' ABP Ananda-র নামে বানিয়ে মিথ্যা প্রচার সোশালে!

Continues below advertisement

সামাজিক মাধ্যমে এই মুহূর্তে যে কার্ডটি পোস্ট করে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই খবর এবং গ্রাফিক্স কোনওটিই এবিপি আনন্দ এর নয়।  এবিপি আনন্দ এটি প্রকাশ করেনি।  আসল কার্ডের, নকল করে ওই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যে এবং ভুয়ো। শুভেন্দুর বক্তব্যকে নিয়ে লেখা মূল প্রতিবেদনটির এবিপি আনন্দ-এর পোস্ট করা কার্ডে লেখা ছিল, ''রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হবে..' ! শর্ত-সময় বেঁধে হুঁশিয়ারি শুভেন্দুর।' মূল কার্ডটি এই প্রতিবেদনে আসল পোস্ট-সহ পুনরায় এমবেড করা রইল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিটির সত্যতা যাচাই করার জন্য, এবিপি লাইভ বাংলার তরফে, 'গুগল লেন্স' এবং 'রিভার্স ইমেজ' পদ্ধতি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ফ্যাক্টচেকের পদ্ধতিও অনুসরণ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এবিপি আনন্দ-এর কোনও সোশ্যাল মিডিয়া পেজে, এই ছবি কখনই পোস্ট করা হয়নি।

এবিপি আনন্দ-এর মূল খবরটি দেখুন এই লিঙ্কে ক্লিক করে-

এবিপি আনন্দ-র পোস্ট করা ফেসবুক কার্ড

উপরের এই কার্ডটিই প্রকৃত কার্ড। যা পোস্ট করেছিল এবিপি আনন্দ। অথচ, এই ছবিটিকে বিকৃত তথ্য দিয়ে সাজিয়ে এবিপি আনন্দ-র লোগো ব্যবহার করে সামাজিক মাধ্যমে তা পোস্ট করা হয়। ফ্যাক্টচেকে ধরা পড়েছে, মূল কার্ডটি এবিপি আনন্দ এর ফেসবুক পেজে এই শিরোনামে পোস্ট হয়েছে। সেখানে লেখা -' SIR সুষ্ঠুভাবে না হতে দিলে, ২৫ এপ্রিলের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ না হলে, রাজ্যে রাষ্ট্রপতিশাসন চালু হয়ে যাবে..', মন্তব্য বিরোধী দলনেতার। এবং কার্ডে লেখা ''রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হবে..' ! শর্ত-সময় বেঁধে হুঁশিয়ারি শুভেন্দুর।' 

ভুয়ো ছবি এবং আসল ছবিটি দেখুন এবার

উপরের ভাইরাল ছবিটি যে সম্পূর্ণ নকল, তা একটু ভাল করে দেখলেই বোঝা যাচ্ছে। এবিপি আনন্দ-র পোস্ট করা ছবিতে যে রং ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে কোনও মিল নেই, ভাইরাল হওয়া ওই ভুয়ো কার্ডের গ্রাফিক্সের। 

বিকৃত কার্ডটি তৈরি করতে , এবিপি আনন্দ-এর সোশ্যাল ইমেজ লেয়ার বা টেম্পপ্লেটের একইরকম লেয়ার ব্যবহার করা হলেও, বানানবিধি ও সম্পাদকীয় নীতি অনুসরণ করতে পারেনি প্রতারকরা। সেই জায়গা থেকেই প্রকৃত সত্যকে আড়াল করতে ব্যর্থ হয়েছে। যে লাইনটি এবিপি আনন্দ ডিজিট্যাল এর লাইন নয়। এবং কোনও রুচিশীল কোনও মানুষের ব্যবহৃত লাইনও নয়। এবিপি আনন্দ এবং এবিপি লাইভ বাংলার কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এই ধরণের কোনও লাইন ব্যবহার করার কোনও প্রশ্নই ওঠে না। তাই ভুয়ো কার্ডটির সঙ্গে এবিপি আনন্দ-এর পোস্ট করা কার্ডটির মধ্যে স্টাইলগত দিক থেকেও বড় পার্থক্য সামনে বেরিয়ে এসেছে। 

সামাধিক মাধ্যম থেকে পাওয়া এই ভুয়ো ছবিটি, এবিপি আনন্দ-এর লোগো ব্যবহার করে, পোস্ট করা হচ্ছে। যে ছবিটি কোনও বিকৃত মানসিকতার কোনও ব্যক্তি বা ব্যক্তিবর্গের তৈরি করা পোস্ট। হয়তো এই পোস্টের পিছনে কোনও বিশেষ উদ্দেশ্য রয়েছে প্রতারকদের। তাই এটাই অনুরোধ, কোনও পাঠক এবং দর্শক, কেউই যেনও এই প্ররোচনায় পা না দেয়।