কলকাতা: দুর্গাপুরে IQ সিটি মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড় রাজনীতি। এই আবহে রবিবার ফের উত্তরবঙ্গে যাওয়ার আগে এবিষয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। আর তাঁর বক্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যর 'ভুয়ো ছবি' বানিয়ে তা এবিপি আনন্দের নামে মিথ্যে প্রচার করা হচ্ছে সোশাল মিডিয়ায়। 

Continues below advertisement


সোশাল মিডিয়ায় এবিপি আনন্দের নামে যে কার্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছে, সেই খবর এবং গ্রাফিক্স কখনই এবিপি আনন্দের তরফে কোথাও প্রকাশিত হয়নি। বরং সোশাল মিডিয়ায় পোস্ট হওয়া এবিপি আনন্দের মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে করা গ্রাফিক্সকে-  ভুয়ো খবর দিয়ে বানানো হয় এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিটির সত্যতা যাচাই করার জন্য এবিপি লাইভ বাংলার তরফে 'গুগল লেন্স' এবং 'রিভার্স ইমেজ' পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এছাড়াও অন্যান্য ফ্যাক্ট চেকের পদ্ধতিও অনুসরণ করা হয়েছে।  সেখানে দেখা গিয়েছে এবিপি আনন্দের কোনও সোশাল মিডিয়া পেজে এই ছবি কখনই পোস্ট করা হয়নি।                                    


এবিপি আনন্দের মূল খবরটি দেখুন এই লিঙ্কে ক্লিক করে- 


 



এবিপি আনন্দের পোস্ট করা ফেসবুক কার্ড-



অথচ এই ছবিটিকে বিকৃত তথ্য দিয়ে সাজিয়ে এবিপি আনন্দের লোগো ব্যবহার করে তা ভাইরাল করার চেষ্টা করা হয়। 


ফ্যাক্ট চেকে ধরা পড়েছে মূল কার্ডটি এবিপি আনন্দের ফেসবুক পেজে এই শিরোনামে পোস্ট হয়েছে। সেখানে লেখা- 'কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি ? আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী' এবং কার্ডে লেখা- 'বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়'। 


ভুয়ো এবং আসল ছবিটি দেখুন




ভাইরাল ছবিটি যে ভুয়ো, তা বোঝা যাচ্ছে বেশ কিছু তফাৎ লক্ষ্য করে। ভাইরাল গ্রাফিক্সে ব্যবহৃত লাল রঙ এবং এবিপি আনন্দের মূল কার্ডে ব্যবহৃত রঙের তফাৎ আছে। 


বিকৃত ভাইরাল কার্ডটি বানাতে এবিপি আনন্দের সোশাল ইমেজ লেয়ারের হুবহু লেয়ার ব্যবহার করা হলেও, বানানবিধি ও সম্পাদকীয় নীতি ফলো করতে পারেনি প্রতারকরা। যে লাইনটি এবিপি আনন্দ ডিজিটালের লাইন নয়, এবং কোনও রুচিশীল মানুষের ব্যবহৃত লাইনও নয়। এবিপি আনন্দ ও এবিপি লাইভ বাংলার কোনও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের কোনও লাইন ব্যবহারের প্রশ্নই ওঠে না। বিকৃত ভাইরাল কার্ডটিতে ব্যবহৃত স্টাইলের সঙ্গে এবিপি আনন্দ ডিজিটালে ব্যবহৃত স্টাইলে বিস্তর ফারাক।                    



সোশাল মিডিয়া থেকে পাওয়া এই ভুয়ো ছবিটি 'এবিপি আনন্দ'র লোগো ব্যবহার করে পোস্ট করা হচ্ছে। যে ছবিটি বিকৃত মানসিকতার কোনও ব্যক্তি বা ব্যক্তিবর্গের তৈরি করা। কোনও বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়তো এটি করা হচ্ছে। প্রত্যেক পাঠক ও দর্শকদের এই প্ররোচনায় পা না দিতে অনুরোধ করা হচ্ছে।