কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Nitish Kumar) এক পুরনো সাক্ষাতের ছবি সাম্প্রতিক দাবিসহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ছবিটি শেয়ার করে ব্যবহারকারীরা বিভ্রান্তিকর দাবি করেছেন ২০২৪ সালের লোকসভা ভোটের ফল প্রকাশের পর 'ইন্ডিয়া' (I.N.D.I.A) জোটে যোগ দেওয়ার জন্য দিল্লিতে নীতিশ কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।


বুম যাচাই করে দেখে ছবিটি ২২ জুন ২০২৩-এ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে যখন দেখা করেন সে সময় ছবিটি তোলা হয়।


৪ জুন নির্বাচন কমিশন ২০২৪ সালের (Lok Sabha Election Result 2024) লোকসভা নির্বাচনের ফল প্রকাশ করে। বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলি মিলিয়ে এনডিএ জোট একত্রে ২৯৩টি আসনে জয়লাভ করে কেন্দ্রীয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন সংখ্যা অতিক্রম করে। অপরদিকে, মূল বিরোধীপক্ষ 'ইন্ডিয়া' জোট ২৩৪টি আসনে জয়লাভ করে। কেন্দ্রে এনডিএ সরকার গঠন করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও তার রাজনৈতিক দল জনতা দলের (সংযুক্ত) সমর্থন গুরুত্বপূর্ণ।


লোকসভা ভোটের ফল প্রকাশের পর ও নতুন কেন্দ্রীয় সরকার শপথ নেওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও নীতিশ কুমারের ছবিটি ভাইরাল হয়েছে। ছবিটিতে নীতিশ কুমারকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি ফুলের তোড়া দিতে দেখা যায়। ভাইরাল ছবিটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশন হিসাবে লিখেছেন, "খেলা শুরু হয়ে গেছে..।আজ দিল্লিতে দিদির সঙ্গে দেখা করলেন নীতিশ কুমার I-N-D-I-A জোটে যোগ দেওয়ার জন্য। দিদিই পথ দেখাবে....."




পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে


ভাইরাল ছবিটি একই ক্যাপশনসহ আরও একজন ব্যবহারকারী শেয়ার করেছেন।




পোস্টটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে



বুম ভাইরাল ছবির নীচে "ছবিটি এআইটিসি অফিসিয়াল দ্বারা টুইট করা" লেখাটি লক্ষ্য করে। এই সুত্র ধরে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হান্ডেলে ভাইরাল ছবিটি দেখতে পাই। ২২ জুন ২০২৩ তারিখের এক্স পোস্টের ক্যাপশন থেকে জানা যায় ওই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পাটনায় বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। ক্যাপশন অনুযায়ী বৈঠকে তারা সাধারণ মানুষের বিকাশ ও উন্নয়ন সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।


পোস্টটি দেখুন এখানে


 



এছাড়াও, নীতিশ কুমারের 'ইন্ডিয়া' জোটে যোগ দেওয়ার অভিপ্রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে সাম্প্রতিক বৈঠক সংক্রান্ত কোনও প্রতিবেদন আমরা পাইনি।


৭ জুন আনন্দবাজার পত্রিকার প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সরকার গড়তে এনডিএ জোটকেই সমর্থন করবেন নীতিশ কুমার। প্রতিবেদন অনুযায়ী, ৯ জুন, "রবিবার পর্যন্ত দিল্লিতেই থাকছেন চন্দ্রবাবু এবং এনডিএ-র আর শরিক দল জেডিইউ-এর নেতা নীতীশ কুমার। রবিবার সন্ধ্যাতেই শপথ নেওয়ার কথা তৃতীয় এনডিএ সরকারের। তার পরেই দিল্লি ছাড়বেন এই দুই নেতা।"


শক্তি কালেক্টিভের অংশ হিসেবে boom-এর এই ফ্যাক্ট চেক প্রতিবেদনটি শিরোনাম, এক্সার্পট-ব্যতীত বাকি অংশ যথাসম্ভব অপরিবর্তিত রেখে এবিপি লাইভ বাংলা কর্তৃক প্রকাশিত।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: খাস কলকাতায় বহু ওয়ার্ডে এগিয়ে পদ্ম! হেভিওয়েট ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল