নয়াদিল্লি : চেক লেখার গাইড-লাইন বদলে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমনই দাবি করে একটি পোস্ট সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। পোস্টে লেখা হয়েছে, নতুন গাইড-লাইন অনুযায়ী, "কালো কালিতে চেক লেখা হলে ১ জানুয়ারি, ২০২৫ থেকে আর তা গ্রহণ করা হবে না। নীল অথবা সবুজ কালিতে লেখা চেক এখন থেকে বৈধ বলে গণ্য করা হবে। চেকের বিকৃতি বা পরিবর্তন ঠেকাতে আরবিআই এই পদক্ষেপ নিয়েছে।" পোস্টে আরও বলা হয়েছে, গত ১৪ জানুয়ারি টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য নেওয়া হয়েছে। এখানে দেখুন পোস্টটি

Continues below advertisement

এনিয়ে খোঁজ চালায় factly। এনিয়ে কিওয়ার্ড সার্চের পরেও ভাইরাল পোস্টের সপক্ষে কোনও সত্যতা তারা পায়নি। কোনও বিশ্বাসযোগ্য প্রতিবেদন তারা পায়নি, যাতে বলা হয়েছে যে, চেক লিখতে কালো কালির উপর নিষেধাজ্ঞা জারি করেছে RBI । তাছাড়া আরবিআই যদি এ ধরনের কোনও গাইডলাইন ইস্যু করে থাকে, তাহলে তা সংবাদ মাধ্যমে বৃহৎ আকার সম্প্রচারিত হত এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত তথ্যও পাওয়া যেত।

কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল পোস্টটিতে যে দাবি করা হয়েছে, সেই সংক্রান্ত কোনও রিপোর্ট নেই টাইমস অফ ইন্ডিয়ায়। এর পাশাপাশি factly-র তরফে টাইমস অফ ইন্ডিয়া ওয়েবসাইটের সংশ্লিষ্ট দিনের রিপোর্টও খতিয়ে দেখা হয়। সেখানেও এমন কোনও রিপোর্ট পাওয়া যায়নি। 

Continues below advertisement

এর পাশাপাশি RBI-এর ওয়েবসাইটেও বিষয়টি খতিয়ে দেখা হয়। তাদের প্রেস বিবৃতি, সার্কুলার, পাবলিকেশন খতিয়ে দেখা হয়। কিন্তু, এই ধরনের গাইড-লাইন সম্বলিত কোনও তথ্য পাওয়া যায়নি। 

এরপর আরবিআইয়ের ওয়েবসাইটেও কি ওয়ার্ড সার্চ করা হয়। তাতে একটি রিপোর্টে পৌঁছয় factly। ২০২২ সালের ৩১ অক্টোবর ‘Frequently Asked Questions’ শিরোনামে চেক সংক্রান্ত একটি রিপোর্ট পাওয়া যায়। এই রিপোর্টে উল্লেখ করা রয়েছে যে, "আরবিআইয়ের তরফে চেক লেখার জন্য নির্দিষ্ট কোনও কালির রঙের কথা বলা হয়নি।" যদিও চেক লেখার জন্য কারো অন্য রং ব্যবহার করা উচিত নয়। কারণ, তাতে চেকটি বৈধতা হারাতে পারে।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে factly এবং শক্তি কালেক্টিভের (Fact Check : RBI has not issued any guidelines specifying the ink colour to be used in writing cheques) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।