সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে এক ফ্রেমে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ছবিটিতে প্রধানমন্ত্রী মোদিকে কিছু কাগজ টেবিলের উল্টোদিকে বসে থাকা এক ব্যক্তির হাতে তুলে দিতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ছবিটি পোস্ট করে কিছু মানুষ দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবারের লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনিও রাজনীতিতে জড়িয়ে পড়েছেন।


ফেসবুকে লেখা হয়েছে, "স্বাধীন ভারতে যা কোনওদিন হয়নি সেটা আজ ঘটল। প্রধান মন্ত্রীর হয়ে রাষ্ট্রপতি রাজনীতিতে নেমে পড়লেন। প্রধান মন্ত্রীর মনোনয়ন পত্র জমা দেবার সময় সশরীরে হাজির দেশের রাষ্ট্রপতি !! রাষ্ট্রপতির একটা নিরপেক্ষ অবস্থান নিয়ে চলার কথা। কিন্তু, অযোগ্য লোক গুরুত্বপূর্ণ পদে বসলে এই রকম আচরণই করবে। কিছু দিন আগে দেখলাম আদবানি আর মোদী বসে আছেন আর তাদের সামনে রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন। নতুন সাংসদ ভবন উদ্বোধনের সময় তাকে আমন্ত্রণ জানানো হয়নি বহু প্রতিক্ষিত অসম্পূর্ণ রামমন্দির উদ্বোধনের সময়ও তাকে আমন্ত্রণ করা হয়নি কারণ তিনি ছোট জাতের। গণতন্ত্র প্রিয় ভারত বাসী হিসেবে চরম লজ্জিত হয়েছিলাম। কিন্তু তাঁর কোন ভ্রুক্ষেপ নেই। ওনাকে এই ভাবে ব্যবহার করার জন্যই রাষ্ট্রপতি করা হয়েছে। মুখে বলা হচ্ছে আদিবাসী রাষ্ট্রপতি কিন্তু তাঁকে যে ভাবে ব্যবহার করা হচ্ছে তাতে না থাকছে তাঁর মর্যাদা না থাকছে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন পদের।" (আর্কাইভ লিঙ্ক)





আসল ঘটনা


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনোনয়নপত্র জমা সংক্রান্ত কিওয়ার্ড লিখে ইন্টারনেটে সার্চ করলে দেখা যায় যে, বারাণসীর প্রার্থী হিসেবে এখনও মনোনয়নই জমা দেননি নরেন্দ্র মোদি। বরং এমন অনেক প্রতিবেদনে বলা হয়েছে যে, বারাণসীর প্রার্থী হিসেবে তিনি ১৪ মে মনোনয়ন জমা দেবেন। 




এরপর ভাইরাল ছবিটি গুগল লেন্স ফেলে সার্চ করলে দেখা যায় যে, ২০২২ সালের ২৪ জুন একই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি এবং এনডিএ-র অন্যন্য শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন। 




২০২২ সালের ২৪ জুন দ্রৌপদী মুর্মুর মনোনয়ন জমা দেওয়ার একটি ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিল সংবাদ সংস্থা ANI। ওই ভিডিওর ১ মিনিট ৫৭ সেকেন্ডে ভাইরাল ছবিটির মতো একই ফ্রেম, উল্টোদিক থেকে দেখতে পাওয়া যায়।




সত্যিটা কী?


সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ছবিটি রাষ্ট্রপতি পদে দ্রৌপদী মুর্মুর মনোনয়ন জমা দেওয়ার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয়। পুরনো ছবিটি ভুল ব্যাখ্যা সহ সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে।


সোর্স:


২০২২ সালের ২৪ জুন নরেন্দ্র মোদির করা এক্স পোস্ট
২০২২ সালের ২৪ জুন এএনআইয়ের ইউটিউব ভিডিও