কলকাতা: আইপিএলের (IPL) লোগো মনে আছে?

Continues below advertisement

একজন ব্যাটার আগ্রাসী শট খেলছে । ব্য়াকফুটে গিয়ে জোরাল শট খেলছে । প্রথম আইপিএল থেকেই যে লোগো জনপ্রিয় হয়েছে । 

আইপিএলের সেই লোগো কি মাশরাফি মুর্তজার ব্যাটিং স্টাইল অনুকরণ করে? বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সেই দাবি করছেন । অনেকেই বলছেন, এমন শট মাশরাফিই খেলতেন । বাংলাদেশের নেটিজেনদের কারও কারও দাবি, মাশরাফির শট অনুকরণে তৈরি লোগো অবিলম্বে বদলে ফেলুক ভারতীয় ক্রিকেট বোর্ড । মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে, অথচ মাশরাফির শট খেলার ছবি ব্যবহারল করা হচ্ছে টুর্নামেন্টের লোগো হিসাবে!

Continues below advertisement

সত্যিই কি আইপিএলের লোগো মাশরাফি মুর্তজার অনুকরণে তৈরি করা হয়েছিল?

২০০৮ সালে আইপিএল শুরু হওয়ার সময় থেকেই এ নিয়ে জল্পনা । যদিও ক্রিকেটপ্রেমীদের কারও কারও মতে, এই লোগোর সঙ্গে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এ বি ডিভিলিয়ার্সের মিল রয়েছে । লোগোয় যে শট খেলা হচ্ছে, সেটি বেশ ব্যতিক্রমী । এ বি ডিভিলিয়ার্সও ব্যতিক্রমী শটের জন্য পরিচিত ছিলেন । উইকেটের চারধারে শট খেলতে পারতেন বলে তাঁর নামই হয়ে গিয়েছিল মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি । একটা সময় অনেকের বিশ্বাস ছিল, এ বি-র অনুকরণেই ওই লোগো ।

তবে পাল্টা মতও রয়েছে । মাশরাফি কেরিয়ারে একবার এরকমশট খেলেছিলেন । সেই ছবির পাশে আইপিএলের লোগো বসিয়ে অনেকেই এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে, লোগোটি মাশরাফির অনুকরণে তৈরি । 

তবে তার কোনও সারবত্তা নেই । বরং ভারতীয় ক্রিকেট বোর্ড ও লোগোর নকশা করেছে যে সংস্থা, তারা উভয়ই বলেছে, এই লোগো কোনও এক ক্রিকেটারের অনুকরণে নয় । বরং ক্রিকেটের স্পিরিট বোঝানো হয়েছে । টি-২০ ক্রিকেট মানেই আগ্রাসী শট খেলে থাকেন ব্যাটার । সেটা বোঝানোর জন্য এবং আধুনিক ক্রিকেটের ছন্দটা ধরে রাখার জন্যই এই লোগো তৈরি ।             

ইংল্যান্ডের ভেঞ্চার থ্রি সংস্থা এই লোগো নির্মাণ করেছিল । তারা এ নিয়ে কোনওদিন কোনও বিবৃতি প্রকাশ করেনি । তবে এই লোগো যে মুর্তজা কিংবা ডিভিলিয়ার্সের অনুকরণে তৈরি নয়, সে কথা হলফ করে বলা যায় ।