Donald Trump Oath Taking: আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে গত সোমবার শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশসচিব এস জয়শঙ্কর (S Jaishankar)। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া (Viral Video) ভিডিয়োতে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে ইকুয়েডরের রাষ্ট্রপতি ড্যানিয়েল লোবারের সঙ্গে অতিথিদের আসনে বসেছিলেন এস জয়শঙ্কর। প্রথম সারিতেই (Fact Check) বসেছিলেন তিনি। একটি ভাইরাল হওয়া ৩৫ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে এই অনুষ্ঠানে এক মহিলা হাতে কাগজ নিয়ে তার কাছে আসেন এবং তাঁকে পিছনে চলে যেতে বলেন, ইঙ্গিতে অনুষ্ঠান ছেড়েই চলে যেতে বলেন। আর এই ভিডিয়ো দেখেই বার্তা ছড়ায় যে ট্রাম্পের (Donald Trump) শপথ গ্রহণের অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল এস জয়শঙ্করকে।  


কী দাবি করা হচ্ছে


মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি ৩৫ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে যেখানে দেখা যাচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বেরিয়ে যেতে বলা হয় এই অনুষ্ঠান থেকে। আবহে একটি গান বাজতে শোনা যায় এবং সেই সময় একেবারে সামনের সারিতেই দাঁড়িয়েছিলেন জয়শঙ্কর। তার পাশে কাগজ হাতে এসে দাঁড়ান এক মহিলা, জয়শঙ্করকে তিনি হাত দেখিয়ে পিছনে চলে যাবার ইঙ্গিত করেন, এমনকী বেরিয়ে যাওয়ার ইঙ্গিতও দেন।


এক্স হ্যান্ডলে এক ব্যবহারকারী এই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, 'এই ঘটনা সত্যিই লজ্জাজনক যে কর্তৃপক্ষ এস জয়শঙ্করকে এই শো থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলছেন। একজন ভারতীয় হিসেবে আমি এই কাজের তীব্র নিন্দা করছি, এই ঘটনায় আমি গভীরভাবে আহত হয়েছি। এর জন্য ভারত সরকারকে অবশ্যই বিজ্ঞপ্তি দিতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে।


পোস্ট দেখুন এখানে


আমেরিকার ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে গত সোমবার শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের নির্বাচনে এই জয়ের আনন্দে জাপান, অস্ট্রেলিয়ার মত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এদিন সামনের সারিতেই বসেছিলেন এস জয়শঙ্কর। যদিও লজিকালি ফ্যাক্টসের ফ্যাক্ট চেক ডেস্কের পক্ষ থেকে তদন্ত করে দেখা হয়েছে যে এই দাবি আদপেই মিথ্যা। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের লাইভ ফুটেজে দেখা যায় যে জয়শঙ্করের সামনে যে চিত্রগ্রাহক দাঁড়িয়েছিলেন তাকেই পিছনের সারিতে চলে যেতে বলা হয়।


তদন্তে কী জানা গেল


এই অনুষ্ঠানের লাইভ কভারেজ দেখা হয়েছে, যা জয়েন্ট কংগ্রেসনাল কমিটির ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হবে। ভাইরাল ভিডিয়োর অ্যাঙ্গেলের সঙ্গে মূল ভিডিয়োর অ্যাঙ্গেল সম্পূর্ণ মিলে গিয়েছে। ৩ ঘণ্টা ৮ মিনিট ৩৪ সেকেন্ডের সময়ে গিয়ে দেখা যাচ্ছে জয়শঙ্করের সামনে এগিয়ে গিয়েছেন কালো পোশাক পরিহিত সেই ফটোগ্রাফার। অতিথিদের সামনেই তিনি দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ পরেই বাঁদিক থেকে এক মহিলা এগিয়ে আসেন সামনের সারিতে, সেই ফটোগ্রাফারের কাঁধে হাত দিয়ে তাঁকে ডাকেন এবং পিছনে চলে যাওয়ার ইঙ্গিত করেন। সেই গান শেষ হলে ফটোগ্রাফার উঠে দাঁড়ান এবং পিছনে চলে যান।


দেখুন আসল ভিডিয়ো


একেবারে জুম করে দেখলে বোঝা যাবে সেই মহিলা যাকে চলে যাওয়ার জন্য বলছেন তিনি জয়শঙ্করের সামনে হাঁটু গেঁড়ে বসে আছেন। এমনকি সেই মহিলা জয়শঙ্করের কাঁধে হাতও দেননি, বরং সেই চিত্রগ্রাহকের হাত ধরে ডেকেছেন।


কী সিদ্ধান্ত


ভাইরাল ভিডিয়োতে যে দাবি করা হচ্ছিল যে শপথ গ্রহণ অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে জয়শঙ্করকে, তা সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো। এই অনুষ্ঠানের লাইভ কভারেজে দেখা গিয়েছে ফটোগ্রাফারকে পিছনে চলে যেতে বলা হয়েছিল, জয়শঙ্করকে নয়।


ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে লজিকালি ফ্যাক্টস এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে, প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।


আরও পড়ুন: Saif Ali Khan: ক্ষতবিক্ষত মুখ, ঠোঁটে রক্ত, চোখে কালশিটে! সেফের 'আক্রান্ত' ছবি ভাইরাল! আদৌ কি সত্যি?