দাবি
সেফ আলি খানের এই ভাইরাল ছবিতে, তার উপর সাম্প্রতিক হামলার আঘাত দেখা যায়। 


ফ্যাক্ট চেক


সংবাদমাধ্যম বুম ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখেছে যে ভাইরাল ছবিটি সেফ আলি খানের ২০১৯ সালের ছবি 'লাল কাপ্তান'-এর একটি লুক। সেফের উপর সাম্প্রতিক হামলার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।


বলিউড অভিনেতা সেফ আলি খানের আহত মুখের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। সেখানে বলা হচ্ছে অভিনেতার উপর অতর্কিত হামলার ছবি। সেই সঙ্গে দাবি করা হচ্ছে এই ছবি হামলার পর তোলা। 


ভাইরাল সেলফিতে সেফ আলি খানের মুখে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তার একটি চোখও গুরুতর আহত হয়েছে। 


সংবাদমাধ্যম বুম ফ্যাক্ট চেক করতে গিয়ে দেখেছে যে ভাইরাল ছবিটি সেফ আলি খানের ২০১৯ সালের ছবি 'লাল কাপ্তান'-এর একটি লুক। সেফের উপর সাম্প্রতিক হামলার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।


প্রসঙ্গত, ১৬ জানুয়ারি জানুয়ারি গভীর রাতে সেফ আলি খানের বান্দ্রার বাড়িতে অভিনেতার উপর আক্রমণ করা হয়েছিল । এই হামলায় তিনি গুরুতর আহত হন। এরপর তাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।


হামলার কারণ বলা হচ্ছে চুরির উদ্দেশ্য। দীর্ঘ তল্লাশির পর অভিযুক্তকে মুম্বইয়ের থানে থেকে গ্রেফতার করেছে পুলিশ। 


ইনস্টাগ্রামে একজন ইউজার সেফ আলি খানের উপর হামলার কারণে গুরুতর আহত এই ছবি শেয়ার করেছেন।




পোস্টের আর্কাইভ লিঙ্ক


ফ্যাক্ট চেক সংশ্লিষ্ট মিডিয়া রিপোর্টের মাধ্যমে দেখা গিয়েছে যে, সেফ আলি খানের উপর হামলার পরে, তিনি বা তাঁর পরিবার এখনও কোনও ছবি প্রকাশ করেনি। 


রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা গিয়েছে ৮ অক্টোবর, ২০১৯-এ X-এ পোস্ট করা একই সেলফি খুঁজে পাওয়া গিয়েছে। সেই পোস্টে এটি 'লাল কাপ্তান' ছবির পর্দার আড়ালের লুক হিসেবে শেয়ার করা হয়েছে।






এটি থেকে স্পষ্ট যে এই ছবিটি ২০১৯ সাল থেকে ইন্টারনেটে উপস্থিত রয়েছে এবং সেফের উপর সাম্প্রতিক হামলার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। 


৮ অক্টোবর ২০১৯ তারিখের অমর উজালা এবং টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনেও এই ছবিটি উপস্থিত রয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে, এটি সেফের 'লাল কাপ্তান' ছবির চরিত্র। এই ছবিতে তাকে নাগা সাধুর ভূমিকায় দেখা গেছে। এই রিপোর্টগুলিতে স্পষ্টভাবে বলা হয়েছিল সেফের মুখের ক্ষতগুলি আসল নয় বরং তার চরিত্রের চেহারা।


 




সেফ ছাড়াও এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দীপক দোবরিয়াল ও সোনাক্ষী সিনহা। 'লাল কাপ্তান' ১৮ অক্টোবর ২০১৯- এ মুক্তি পায়। 


ছবিটি ফিল্মফেয়ার এবং ইন্ডিয়া ফোরামের ওয়েবসাইটেও দেখা যায় । তারপর সেফের লুককে 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান' ফ্র্যাঞ্চাইজির জনি ডিপের লুকের সঙ্গেও তুলনা করা হয় ।


 


ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বুম লাইভ এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে, প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে