কলকাতা: সম্প্রতি সোশাল মিডিয়া এবং বেশ কিছু সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, এবার থেকে ন্যাশনাল হাইওয়েতে বাইক কিংবা স্কুটি চালালে দিতে হবে টোল ট্যাক্স। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (National Highway Authority of India)-র নিয়ম অনুযায়ী FASTag বাধ্যতামূলক করা হলেও জাতীয় সড়কের ওপর থাকা টোল প্লাজায় (Toll Plaza) দু’চাকার গাড়ির ক্ষেত্রে ছাড় দেওয়া আছে। তাই বাইক, স্কুটার নিয়ে National Highway দিয়ে লং ড্রাইভে যাওয়া যেতেই পারে। প্রতি দিন বহু গাড়ি টোল প্লাজা অতিক্রম করে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেন। এই টোল প্লাজা পেরোলেই সেই ব্যক্তিকে টোল ট্যাক্স (Toll Tax) দিতে হয়। পরিসংখ্যান বলছে দেশে এক হাজারেরও বেশি টোল প্লাজা রয়েছে। এই প্লাজাগুলিতে নানা যানবাহনে টোল ট্যাক্স ধার্য করা হয়।
যদিও, National Highway-তে বাইক, স্কুটার নিয়ে যাতায়াতের ক্ষেত্রে টোল প্লাজায় (Toll Plaza) ছাড় মিললেও Expressway-তে কোনও ছাড় মিলবে না। ফলে Expressway-তে বাইকে, স্কুটারে FASTag না লাগানো থাকলে দ্বিগুণ চার্জ দিতে হবে।
National Highway-তে টোল ট্যাক্স দিতে হয় গাড়ির লোড বা ওজনের উপর ভিত্তি করে। বাইক, স্কুটারের ওজন সেখানে নামমাত্র। তাই National Highway-তে বাইক, স্কুটারের টোল ট্যাক্স দিতে হয় না।
সঠিক খবরটি কী?
তবে সম্প্রতি এই খবর প্রকাশিত হওয়ায় চিন্তা বাড়ে বাইক-স্কুটি চালকদের। যদিও এই খবরটি মিথ্যে। পিআইবির ফ্যাক্ট চেকে জানান হচ্ছে, সোশ্যাল মিডিয়ার বেশ কিছু পোস্টে দাবি করা হয়েছে যে ১৫ জুলাই, ২০২৫ থেকে বাইক-স্কুটিকে ন্যাশনাল হাইওয়ে টোল দিতে হবে এই দাবি মিথ্যে। ফ্যাক্ট চেক-এ এও বলা হয়, NHAI_Official এমন কোনও ঘোষণা করেনি। দু চাকার যানবাহনের উপর টোল আরোপের কোনও পরিকল্পনা নেই।