কলকাতা : ফের এবিপি আনন্দর সোশাল মিডিয়া কার্ডের লেয়ারের অনুকরণ করে বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হল। জনৈক ফেসবুক ব্যবহারকারীর হ্যান্ডেলে এই সংক্রান্ত পোস্ট দেখা গেছে। সোশাল মিডিয়া থেকে পাওয়া এই ভুয়ো ছবিটিতে 'এবিপি আনন্দ'র লোগো ব্যবহার করে পোস্টটি করা হয়েছে। রাজ্য রাজনীতির তিন নামী মুখকে ব্যবহার করে কুৎসিত মনোভাবাপন্ন ওই পোস্টটি করা হয়েছে। যা একেবারে Fake।

Continues below advertisement


কী আছে পোস্টে ?


রাজ্য রাজনীতির এই মুহূর্তের তিন নামী মুখের ব্লারড একটি ছবি ব্যবহার করা হয়েছে সোশাল মিডিয়া কার্ডটিতে। ছবিটির সত্যাসত্য নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। সংশ্লিষ্ট সোশাল মিডিয়া পোস্টটিতে লেখা হয়েছে, 'বিজেপির সামনের সারির দুই নেত্রী ও এক নেতা এক বিছানায় গল্পে মশগুল।'


ভুয়ো ছবি-



এই ধরনের কুৎসিৎ মানসিকতার তীব্র ধিক্কার জানাই আমরা


যদিও এই সংক্রান্ত কোনও পোস্ট এবিপি আনন্দর তরফে করা হয়নি। এবিপি আনন্দ ও এবিপি লাইভ বাংলার কোনও সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের কোনও লাইন ব্যবহারের প্রশ্নই ওঠে না। বিকৃত ভাইরাল কার্ডটিতে ব্যবহৃত স্টাইলের সঙ্গে এবিপি আনন্দ ডিজিটালে ব্যবহৃত স্টাইলে বিস্তর ফারাক। এ ধরনের বিকৃতি-মনা পোস্টকে তীব্র ধিক্কার জানাই আমরা। ছবিটি বিকৃত মানসিকতার কোনও ব্যক্তি বা ব্যক্তিবর্গের তৈরি করা। কোনও বিশেষ উদ্দেশ্য নিয়ে হয়তো এটি করা হচ্ছে। প্রত্যেক পাঠক ও দর্শকদের এই প্ররোচনায় পা না দিতে অনুরোধ।



এর আগেও নানা সময়ে এবিপি আনন্দের নামে ভুয়ো পোস্ট ছড়ানো হয়েছে সমাজমাধ্যমে। তা নিয়ে একাধিক ফ্যাক্ট চেক স্টোরি আমরা করেওছি। নিচে কয়েকটির উদাহরণ দেওয়া হল...


আরও পড়ুন ; Fact Check: শোভন-বৈশাখীর 'ভুয়ো ছবি' বানিয়ে ABP Ananda-র নামে মিথ্যা প্রচার সোশালে!


আরও পড়ুন ; Fact Check: রাজ্যে SIR-এর ইস্যুতে শুভেন্দুর বক্তব্যের ভুয়ো ছবি পোস্ট, ABP Ananda-র নামে ভুয়ো কার্ড বানিয়ে মিথ্যা প্রচার সমাজ মাধ্যমে


সামনে বিধানসভা ভোট । এছাড়াও নানাবিধ রাজনৈতিক, অরাজনৈতিক কর্মকাণ্ডে মুখর রয়েছে বাংলা। এমতাবস্থায় দর্শক, পাঠকদের কাছে অনুরোধ, কোনও খবর বা পোস্ট দেখেই ধরে নেবেন না। অবশ্যই যাচাই করে নিন, এবিপি আনন্দের বিভিন্ন হ্যান্ডল থেকে। তা সত্যিই কি না, বুঝতে পারবেন। ভুয়ো খবরের ফাঁদে পা দেবেন না। সতর্ক থাকুন। Fact Check News