এক্স হ্যান্ডেলে শাহরুখ খানের (Bollywood actor Shah Rukh Khan) পোস্ট করা একটি টুইটের স্ক্রিনশট (viral screenshot) প্রচুর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী সম্প্রতি শেয়ার করেছেন। যেখানে লেখা রয়েছে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Congress leader Rahul Gandhi)। সোশ্যাল মিডিয়াতে স্ক্রিনশট শেয়ার করে দাবি করা হয়েছে যে নিজের এক্স হ্যান্ডেলে এই পোস্টই করেছেন বলিউডের বাদশা। বিষয়টি খতিয়ে দেখার পর পিটিআইয়ের ফ্যাক্ট চেক ডেস্ক (PTI Fact Check Desk) এটা বুঝতে পেরেছে যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া ওই স্ক্রিনশটটি এডিট করা ও ভুয়ো (fake)। শাহরুখ খান সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিষয়ে কোনও পোস্টই করেননি।


২৫ মে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী শাহরুখ খানের এডিট করা ওই পোস্টের একটি স্ক্রিনশট নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন। যাতে শাহরুখকে লিখতে দেখা গেছে, রাহুল গান্ধিই পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। পোস্ট শেয়ার করে শিরোনামে হিন্দিতে লেখা হয়েছে, এবার তো শাহরুখ খানও বলে দিয়েছেন যে রাহুল গান্ধিই প্রধানমন্ত্রী হচ্ছেন। এখানে দেখুন সেই পোস্ট ও আর্কাইভ লিঙ্ক যা নিচের স্ক্রিনশটের সঙ্গে একই।




বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে পিটিআইয়ের ফ্যাক্ট চেক ডেস্ক দেখে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেই ওই স্ক্রিনশটটি শেয়ার করে একই দাবি করেছেন। এখানে দেখুন ওই ধরনের আরেকটি পোস্ট ও তার আর্কাইভ ভার্সান




নিচে স্ক্রিনশটটি দেওয়া হল। এটি ইউটিউবেও প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে। ওই ধরনের পোস্টের তিনটি ভিডিও দেখতে পাবেন এখানে, এখানেএখানে। 


ডেস্কের তরফে তখন একটি নির্দিষ্ট কী ওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করা হয়। তাতে শাহরুখ খান যে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কোনও পোস্ট করেছেন তা সম্পর্কে কোনও খবর প্রকাশ হতে দেখা যায়নি। এরপর খতিয়ে দেখা হয় শাহরুখ খানের অফিসিয়াল এক্স হ্যান্ডেল। সেখানেও এই ধরনের কোনও পোস্ট খুঁজে পাওয়া যায়নি। 




তদন্তের পরবর্তী পর্যায়ে দেখা যায়, মে মাসে একটি মাত্র পোস্টই নিজের এক্স হ্যান্ডেল থেকে করেছেন শাহরুখ খান। যে পোস্টে তিনি মহারাষ্ট্রের মানুষদের ২০ মে পঞ্চম দফায় যে ভোট হয়েছে তাতে ভোট দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পিটিআই ফ্যাক্ট চেক ডেস্কের তরফ থেকে একটি সোশ্যাল মিডিয়া বিশ্লেষণকারী ওয়েবসাইট স্যোশাল ব্লেডেও শাহরুখের এক্স হ্যান্ডেলটির অ্যাক্টিভিটি পরীক্ষা করে দেখা হয়। তাতেও দেখা যায় যে সম্প্রতি নিজের এক্স হ্যান্ডেল থেকে কোনও পোস্ট ডিলিট করেননি শাহরুখ খান।




সমস্ত কিছু খতিয়ে দেখার পর পিটিআইয়ের ফ্যাক্ট চেক টিম এই বিষয়ে নিশ্চিত হয়েছে যে শাহরুখ খানের নামে একটি ভুয়ো স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে।   


ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে পিটিআই (PTI Fact Check: No, Bollywood actor Shah Rukh Khan did not post anything on Rahul Gandhi from his X handle recently; this viral screenshot is fake) এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Fact Check: তৃণমূলকে ভোট দেওয়ার ডাক মোদির! ভাইরাল পোস্ট আদৌও সত্যি তো?