নয়া দিল্লি: অনেকেই বাড়িতে কিংবা জমিতে মোবাইল টাওয়ার বসিয়ে থাকে। মোবাইল অপারেটরদের সঙ্গে কথা বলে এই কাজ হয়ে থাকে। অভিযোগ উঠেছে, সেই চাহিদাকে কাজে লাগিয়ে কিছু ভুয়ো সংস্থা ফের আর্থিক প্রতারণার ফাঁদ পাতছে।
টেলিকম শিল্পের নিয়ন্ত্রক ট্রাই সূত্রের খবর, টাওয়ার বসানোর জন্য তাদের ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি) লাগবে বলে আগ্রহীদের কাছ থেকে বড় অঙ্কের টাকা চাইছে সংস্থাগুলি। যদিও ট্রাই স্পষ্টই জানিয়েছে, তারা এমন কোনও ছাড়পত্র দেয় না।
যদিও টেলিকম শিল্পের নিয়ন্ত্রক (ট্রাই)-এর একটি ছাড়পত্রের ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে লেখা রয়েছে মোবাইল টাওয়ার বসানোর আগে জমির মালিককে টেলিকম সংস্থার আইনজীবীর অ্যাকাউন্টে ৫ হাজার টাকা পাঠাতে হবে।
ওই চিঠিটি ভুয়ো কি না তা যদিও বোঝার উপায় নেই। কারণ, ভারত সরকারের লোগো থেকে ট্রাইয়ের অথরিটির স্বাক্ষর সেখানে রয়েছে। তবে শেষ প্যারাতে অ্যাকাউন্ট বানানটি ভুল রয়েছে। পিআইবি এটিকে ফ্যাক্ট চেকের আওতায় 'ফেক' বলে দাবি করেছে।
সম্প্রতি আমাদের রাজ্যজুড়ে মোবাইলের টাওয়ার বসানোর নাম করে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ উঠেছে একাধিকবার, একাধিক জায়গা থেকে। আবেদনপত্র জমা দেওয়ার সময় টাকা জমার কথা বলা হয় প্রথমে, এরপর জানা যায় টেলিকম সংস্থা টাওয়ার বসানোর বিজ্ঞপ্তি জারিই করেনি। এমনকী অভিযোগ, মোটা টাকার লোভ দেখিয়ে মোবাইল টাওয়ার বসানোর নামে চলছে প্রতারণা। জালিয়াতির নতুন ফাঁদে ইতিমধ্যেই প্রতারিত হয়েছেন অনেকে। থানায় দায়ের হয়েছে অভিযোগও।