রবিবার গাজার রাফার একটি উদ্বাস্তু শিবিরে ইজরায়েলি বিমানহানার (Israeli airstrike) ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ৪৫ জনের। তারপরই নেতানিহুয়া সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সরব হয়ে ওঠেন পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষ। বিভিন্ন সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষরা প্রায় প্রতিটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ছবি পোস্ট করে যাতে লেখা ছিল সমস্ত নজর রয়েছে রাফায় (All eyes on Rafah)। সেখানে বিমানহানায় মৃত মানুষদের প্রতি সহানুভূতি দেখাতেই ওই পোস্ট করা হয়েছিল। যা কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। ভারতের প্রচুর সেলিব্রিটিও ওই পোস্টটি করে কটাক্ষ শিকার হয়েছিলেন।


আরও পড়ুন: Fact Check: অভিনেত্রী ও বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে কুখ্যাত গ্যাংস্টার আবু সালেম! জানুন ভাইরাল ছবির সত্যতা


এরপরই দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ইনস্টাগ্রাম স্টোরি বলে একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে লেখা রয়েছে সমস্ত নজর রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে (All Eyes on PoK)। নিউজচেকারের তরফে বিষয়টি খতিয়ে দেখা হয়। তাতে উঠে আসে যে ওই ছবিটি এডিট করা হয়েছে। প্রধানমন্ত্রী যে এই ধরনের কোনও পোস্ট করেছেন তার কোনও প্রমাণও পাওয়া যায়নি। নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখেও বিষয়টির সত্যতা বোঝা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে খুঁজে পাওয়া যায়নি এই ধরনের কোনও পোস্ট। 




প্রধানমন্ত্রীর পোস্ট বলে যার স্ক্রিনশটটি শেয়ার করা হয়েছে সেটি খুব ভালো করে খতিয়ে দেখে বোঝা যায় যে টেমপ্লেটটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ১ কোটি ২৪ লক্ষ বার শেয়ার হয়েছে। কিন্তু, এই ধরনের কোনও টেমপ্লেট ইনস্টাগ্রামে চোখে পড়েনি।    




সমস্ত নজর রয়েছে পাক অধিকৃত কাশ্মীরে এই কী ওয়ার্ড দিয়েও খতিয়ে দেখা হয়। কিন্তু, প্রধানমন্ত্রী মোদির এই ধরনের পোস্ট নিয়ে কোনও সংবাদমাধ্যমের প্রতিবেদনও দেখতে পাওয়া যায় না। যদি সত্যিই হত তাহলে এত বড় ঘটনার খবর চাপা থাকত না। বিরোধীরা কড়া প্রতিক্রিয়া দেখাত। কিন্তু, কোথাও এই বিষয়ে কোনও খবরই চোখে পড়েনি। পুরো বিষয়টি খতিয়ে দেখে এই সিদ্ধান্তে আসা হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টের স্ক্রিনশট বলে যেটা ভাইরাল হয়েছে সেটি ভুয়ো। 



ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজচেকার এবং শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।