Free Laptop Yojana: আজকাল প্রতিটি তরুণ-যুবকই চায় যেন তাদের কাছে নিজস্ব একটি মোবাইল ফোন বিশেষত স্মার্টফোন এবং একটি নিজস্ব ল্যাপটপ থাকে। উন্নত শিক্ষার দৃষ্টিকোণ থেকে এই দুটি জিনিস এখন অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। এই কারণেই অনেক রাজ্য সরকার দশম ও দ্বাদশ শ্রেণিতে ভাল ফলাফল সহ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ বা স্মার্টফোন (Free Laptop Yojana) দিয়ে থাকে। তবে সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দাবি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছেন এবং এর জন্য চালু করা হয়েছে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ যোজনাও। এই স্কিম আদপেই ভুয়ো এবং এর মাধ্যমে প্রতারণার (Fact Check) চেষ্টা চলছে বলেই স্পষ্ট জানাল প্রেস ইনফরমেশন ব্যুরো।

Continues below advertisement

সমাজমাধ্যম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে তুমুল শেয়ার হয়েছে এই ভিডিয়োটি যেখানে দাবি করা হচ্ছে কেন্দ্র সরকার দেশের প্রতিটি শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ দিতে চলেছে। কিছু কিছু মেসেজে লেখা রয়েছে যে মোদি সরকার শুরু করেছে ফ্রি ল্যাপটপ স্কিম, আবার অনেক মেসেজে দেখা যাচ্ছে লেখা আছে যে এই স্কিমের নাম দেওয়া হয়েছে ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ স্কিম। প্রেস ইনফরমেশন ব্যুরো এই বার্তাকে সম্পূর্ণ ভুয়ো দাবি করে তাদের এক্স হ্যান্ডলে লিখেছে, ‘ইউটিউব চ্যানেল ‘মাই হেল্প শিবম’ এর একটি ভিডিয়োর থাম্বনেলে দাবি করা হচ্ছে কেন্দ্র সরকার ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ যোজনার অধীনে সমস্ত ছাত্র-ছাত্রীকে বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে। এই ধরনের প্ররোচনাময় দাবি থেকে সাবধান থাকুন। কেন্দ্র সরকার এমন কোনও যোজনা বা প্রকল্প আনেনি।’

অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এই ভাইরাল বার্তায় বা ভাইরাল ভিডিয়োর শেষে বা ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া হয় যার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে বলা হয় পড়ুয়াদের। এই ধরনের অবৈধ সন্দেহজনক লিঙ্ক না খোলার পরামর্শ দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। এই ধরনের লিঙ্ক প্রতারণাময় এবং অনেক সময় আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।