- মোবাইলে যদি হোয়াটসঅ্যাপ অ্যাপটি না থেকে থাকে তবে প্রথমেই তা গুগল প্লে বা আইস্টোর থেকে ডাউনলোড করে ইন্সটল করে ফেলুন।
- যদি আগে থেকেই মোবাইলে হোয়াটসঅ্যাপ থাকে তবে সেটিংস-এ যান।
- সেটিংস-এর নীচের দিকে অ্যাপ ক্লোনার বলে একটি অপশন পাবেন। সেটিকে সিলেক্ট করুন।
- এখানে আপনার মোবাইলের বাকি অ্যাপগুলিও থাকবে।
- এখান থেকে হোয়াটসঅ্যাপটি খুঁজে নিয়ে ক্লোন হোয়াসটঅ্যাপে ক্লিক করুন।
- ক্লোন হয়ে গেলে ক্রিয়েট অ্যানাদার অ্যাকাউন্টে গিয়ে অন্য অ্যাকাউন্ট বানিয়ে নিন।
- এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ-তে ক্লিক করুন। পারমিশান অ্যাপ্রুভ করে দিন।
- এরপর মোবাইল নম্বর চাইলে সেখানে আপনার দ্বিতীয় মোবাইল নম্বরটি দিয়ে দিন।
- এরপর ছবি ও অন্যান্য তথ্য দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট করুন।
একটি ফোনে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন, জানেন কী করে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2020 06:51 PM (IST)
অনেকেই একটি নম্বর কর্মক্ষেত্রে ও একটি ব্যক্তিগত নম্বর রাখতে পছন্দ করেন। সেক্ষেত্রে দুটি নম্বরেই জরুরী হয়ে পড়ে হোয়াটসঅ্যাপ যোগাযোগ।
NEXT
PREV
নয়াদিল্লি: সমস্ত মোবাইলেই এখন রয়েছে ডুয়েল সিম ব্যবহারের সুবিধা। কিছু নতুন ফোনে আবার থাকছে ৫টা পর্যন্ত সিম ব্যবহারের সুবিধা। একাধিক নম্বর ব্যবহার করা গেলেও বাধ সাধছে মোবাইল ফোনের সফটওয়্যার। সাধারণত একটি হ্যান্ডসেটে মাত্র একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সুবিধা দেওয়া থাকে। এই কারণে সমস্যায় পড়েন বহু মানুষ। অনেকেই একটি নম্বর কর্মক্ষেত্রে ও একটি ব্যক্তিগত নম্বর রাখতে পছন্দ করেন। সেক্ষেত্রে দুটি নম্বরেই জরুরী হয়ে পড়ে হোয়াটসঅ্যাপ যোগাযোগ। কিন্তু ২টি অ্যাকাউন্ট মানেই কি রাখতে হবে একাধিক মোবাইল সেট? জানেন কী? একটি মোবাইল ফোন থেকেই খোলা যায় ২টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট? রইল পদ্ধতি-
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -