নয়াদিল্লি: তাইল্যান্ডের চুক্তির ভিত্তিতে ইলেকট্রনিক্স সামগ্রী প্রস্তুতকারী সংস্থা হন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি বা ফক্সকন জানিয়ে দিল, পূর্বনির্ধারিত সূচি মেনেই শুরু হবে ৫জি আইফোন-এর উৎপাদন।
করোনার জেরে একমাসের জন্য কারখানা বন্ধ রেখেছিল ফক্সকন। তবে ফের খুলে গিয়েছে সেই কারখানা। কাজও শুরু হয়েছে বলে ওয়াকিবহাল সূত্রের দাবি।
কেউ কেউ বলছেন, আসন্ন আইফোন ১২-তে থাকবে ৫জি প্রযুক্তি। এছাড়া রং ও স্ক্রিনের আকার-আকৃতিতেও থাকবে নতুনত্ব।
ফক্সকনের এক কর্তা অ্যালেক্স ইয়াং জানিয়েছেন, অ্যাপলের প্রযুক্তিবিদদের সঙ্গে সমণ্বয় রেখে কাজ করছেন তাঁদের কর্মীরা। যাতে সময় নষ্ট হলেও আইফোন ১২— আবির্ভাব পিছিয়ে না যায়। পাশাপাশি তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতির ফের অবনতি ঘটলে পিছিয়ে যেতে পারে ফোনের আত্মপ্রকাশ ঘটানোর সময়সীমা।
সম্প্রতি প্রকাশিত বিভিন্ন রিপোর্টে জানানো হয়েছিল ২০২১ সালের আগে ৫জি আইফোন লঞ্চ হবে না। এবার সেই খবর নস্যাৎ করে অ্যাপেল বিশ্লেষক মিন-চি কুও জানিয়েছেন ২০২০ সালের দ্বিতীয়ার্ধেই ৫জি ভার্সনে আইফোন লঞ্চ করতে পারে অ্যাপেল। সম্প্রতি ম্যাকরিউমর্স ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ২০২০ সালের শেষেই সাব ৬ গিগাহার্জ ও সাব গিগাহার্জ প্লাস স্পেকটার্মে নতুন আইফোন বাজারে আসবে। মিং-চি কুও জানিয়েছেন ২০২০ সালের তৃতীয় অথবা চতুর্থ ত্রৈমাসিকে নতুন আইফোন শিপমেন্ট শুরু হবে।
২০১৯ সালের ডিসেম্বর মাসে মিং-চি কুও জানিয়েছিলেন প্রত্যাশার থেকে অনেকটা কম দামে লঞ্চ হবে ৫জি আইফোন। ২০১৯ সালের আইফোনের দামের থেকে ২০২০ সালের ৫জি আইফোনের দামে খুব বেশি পার্থক্য হবে না। সাপ্লাই চেনে খরচ কমিয়ে নতুন আইফোনের দাম সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করছে অ্যাপেল।
থাকতে পারে ৫জি প্রযুক্তি, করোনার ধাক্কা সামলে পূর্বনির্ধারিত সময়েই বাজারে আসতে পারে আইফোন ১২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Apr 2020 04:01 PM (IST)
২০১৯ সালের ডিসেম্বর মাসে মিং-চি কুও জানিয়েছিলেন প্রত্যাশার থেকে অনেকটা কম দামে লঞ্চ হবে ৫জি আইফোন।
NEXT
PREV
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -