বাজারে নতুন ফোন নিয়ে এল রেডমি, দেখুন কী বিশেষত্ব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Apr 2020 12:11 PM (IST)
৭ এপ্রিল থেকে শুরু হবে ফোনটির বুকিং।
কলকাতা: বাজারে নতুন ফোন নিয়ে এল শাওমি – রেডমি নোট নাইন এস এমএফএফ ২০২০। সংস্থার তরফ থেকে বলা হচ্ছে, রেডমি নোট নাইন এস-এরই পরবর্তী সংস্করণ এই ফোন। সংস্থার তরফ থেকে ট্যুইট করে ফোনটির সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছে। ৬ এপ্রিল থেকে ‘ফ্যান ফেস্টিভাল সেল’ শুরু করছে শাওমি। নতুন ফোনের বিশেষত্ব রেডমি নোট নাইন এস-এর মতোই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক নজরে জেনে নিন কী কী রয়েছে রেডমি নোট নাইন এস এমএফএফ ২০২০ ফোনে: ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি + আইপিএস, সঙ্গে গোরিলা গ্লাস ৫ প্রোটেকশন অ্যান্ড্রয়েড ১০ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ৫০২০ এমএএইচ ব্যাটারি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি আল্ট্রা-ওয়াইড সেন্সর রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেল ও ম্যাক্রো লেন্সের সঙ্গে তৃতীয় সেন্সর রিয়ার ক্যােরা ২ মেগাপিক্সেল চতুর্থ সেন্সর রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দাম: পাওয়া যাবে দুটি মডেল। ৪ জিবি ইন্টার্নাল ও ৬৪ জিবি এক্সটার্নাল মেমরি যুক্ত ফোনের দাম হবে আনুমানিক ১৩,৭০০ টাকা। ৬ জিবি ইন্টার্নাল ও ১২৮ জিবি এক্সটার্নাল মেমরি যুক্ত মডেলের দাম হতে পারে ১৫ হাজার টাকা। ৭ এপ্রিল থেকে শুরু হবে ফোনটির বুকিং।