নয়াদিল্লি: ভারতের প্রথম কোভিড-১৯ কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতু-তে চলত সপ্তাহে আসছে নয়া ফিচার।

ডেভেলপাররা অ্যাপে যে আপডেট করেছেন, তাতে ব্যবহারকারীরা সরকারি ডেটাবেস থেকে তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। অ্যাপের সেটিংস-এ গিয়ে তা করা সম্ভব হবে।

ইউজারদের যে মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে, তা সিলেক্ট করতে হবে। সেখানে কিছু শর্তসাপেক্ষে ডিলিট অ্যাকাউন্ট অপশন আসবে।

অ্যাপের সাইড মেনু-র সেটিংসে গিয়ে "ডিলিট মাই অ্যাকাউন্টে" ক্লিক করে রেজিস্ট্রার মোবাইল নম্বর দিতে হবে এবং ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ডিলিট করার আগে অ্যাপ জানাবে, কোন সমস্ত তথ্য সরানো হবে।

এরপর অ্যাপ জানাবে যে, ইউজার স্থায়ীভাবে তাঁর অরোগ্য সেতু অ্যাপ রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে। তারা ফোনে অ্যাপ ডেটা ডিলিট করে দেবে। এটা জানানোর পর বলা হবে যে, সরকারি সার্ভার থেকে ৩০ দিনের পর ডেটা মুছে ফেলা হবে।

এই প্রথম ইউজাররা চাইলে ডেটা ডিলিটের বিকল্পের কথা জানা গেল।
উল্লেখ্য, আরোগ্য সেতু অ্যাপ আইওএস ও অ্যান্ড্রয়ডে পাওযা যায়। সাম্প্রতিক তথ্য অনুসারে, ১৩ কোটির বেশি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন।